ফের শুভেন্দুর সভা নিয়ে মামলা !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভা কে কেন্দ্র করে আবারও মামলা। ফের ২১ ডিসেম্বরের সভা নিয়ে মামলা দায়ের করা হয়েছে । বিজেপির আইনজীবীদের মন্তব্য সকাল ৭ থেকে সন্ধে ৭ পর্যন্ত মাইক বাজানোর অনুমতি , অনুমতি দেওয়ার সময় সীমা বেলা ২ টো থেকে দিয়েছেন মহকুমা শাসক। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন হাইকোর্টে । সূত্রের খবর , বিচারপতি জয় সেনগুপ্ত কাল শুনানির নির্দেশ দিয়েছেন ।

উল্লেখ্য, সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট । সেই পঞ্চায়েত ভোটের আগে একাধিক কারণে ফোকছে শুভেন্দু অধিকারী । সূত্রের খবর, ফের ২১ ডিসেম্বরের সভা নিয়ে মামলা । এই মুহূর্তে শুভেন্দুর সভায় পদপিষ্ট হওয়া নিয়ে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। সূত্রের খবর , মর্মান্তিক এই ঘটনায় একাধিক জনের মৃত্যু হয়েছে । এই সভার ফলে একাধিক মানুষ আহতও হয়েছে ।

তবে দেবাংশু ভট্টাচার্য আসানসোলে এই ঘটনার ফলে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন । সূত্রের খবর , দেবাংশু ভট্টাচার্য মন্তব্য করেছেন , ‘ শুভেন্দুবাবু আপনার দায়িত্বজ্ঞানহীনতার জেরে দুধের শিশু-সহ তিন-তিনটি প্রাণ বলি হল । এই কম্বল বিতরণ অনুষ্ঠানে পুলিশের অনুমতি ছাড়াই আপনার দাদাগিরি দেখানোর ফল ভুগলেন কিছু অসহায়-নিরীহ মানুষ । তবে ৯৯ শতাংশ ক্ষেত্রে প্রশাসন অনুমতি দিয়ে থাকে । এছাড়াও তিনি বলেন , অকালে হারিয়ে গেল ৩-৩টি তাজা প্রাণ। ‘১২ই লালনের রহস্যমৃত্যু, ১৪ই পদপিষ্ট হয়ে মৃত্যু’ আসানসোলে শুভেন্দুর সভায় পদপিষ্টকে কেন্দ্র করে কটাক্ষ তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *