হাইকোর্টে খারিজ শুভেন্দুর আবেদন !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক :শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে অর্থাৎ বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা তৃণমূলের। তৃণমূলের সভা করার নামে মাইক বাজিয়ে হেনস্থার করার পরিকল্পনা রয়েছে । শুভেন্দু অধিকারী এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন । এই আর্জিব আজ খারিজ করে আদালত । সূত্রের খবর ,আদালত জানিয়েছে , অন্যান্য সব কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সভা করা যাবে। আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে তৃণমূলের ওই সভায় থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন , সভা করা ‘গণতান্ত্রিক অধিকার’ ।

শুভেন্দু আদালতে আবেদনে জানিয়েছেন , ৩ ডিসেম্বর কয়েক হাজার লোককে নিয়ে বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা রয়েছে। বাড়ির সামনে একটাই মাত্র রাস্তা। তিনি আরও বলেন পুলিশ সুপার ও ওসি-কে বলেও কোনও লাভ হয়নি । আজ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলার শুনানি ছিল । বিচারপতি শুনানি শেষে জানান, সব কর্তৃপক্ষের অনুমোদন পেলে শুভেন্দুর বাড়ির সামনে সভা করায় কোনও আপত্তি নেই হাইকোর্টের। আদালত জানিয়েছে সভা বাতিল হবে না । বিচারপতি বলেন, ‘ সভা করাতে সবারই গণতান্ত্রিক অধিকার রয়েছে ।’

সভা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন , মহিলা কর্মীরা সভা শেষে শুভেন্দু বাড়িতে যাবেন। বিচারপতি রাজাশেখর মন্তব্য করেছেন , ‘আদালত আশা করবে, কোনও পক্ষ থেকে সমস্যা করা হবে না। শান্তিপূর্ণ সভা হবে।’ এছাড়াও তিনি পূর্ব মেদিনীপুর পুলিশ সুপারকে আইনশৃঙ্খলা ও মাইক বাজানোর দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *