‘তৃণমূলের গলার কাঁটা হলেন শুভেন্দু অধিকারী’ যা বললেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : গোটা বাংলা জানতে চাইছিল কে এই ‘কালীঘাটের কাকু’। গোপাল দলপতি বলেছিলেন এই ‘কাকুর’ কথা। তবে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত তাপস মণ্ডল প্রথম তার নাম সামনে এনেছিলেন। তিনি বেহালার সুজয় কৃষ্ণ ভদ্র। তিনিই সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন তাঁর বসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ‘কালীঘাটের কাকুর’ সম্প্রতি গ্রেপ্তারও হয়েছেন। এইবার তদন্ত সঠিক জায়গায় এসেছে বলে মনে করছেন রাজনীতিবিদের অনেকেই। আর এই প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করেছেন বিজেপি নেত্রী।

তিনি জানিয়েছেন ” কালীঘাটের কাকু কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন অসাধারন”। তিনি আরও জানিয়েছেন যে,”তদন্ত চৌকাঠ অবধি চলে এসছে এবার শুধু দরজা খোলার অপেক্ষা”। তিনি আরও জানিয়েছেন যে তৃণমূলের গলার কাঁটা হলেন শুভেন্দু অধিকারী। উনিশ হাজার ছাপান্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর নাম শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *