ডিসেম্বর ডেডলাইন নিয়ে শুভেন্দুকে কটাক্ষ মদনের!

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : বঙ্গ রাজনীতির তরজায় একাধিক বার ডিসেম্বর ডেডলাইন উঠে আসছে । রাজ্যে রাজনীতির জন্য ডিসেম্বর মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে । এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবার সেই ডিসেম্বর ডেডলাইন- কে কেন্দ্র করে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । বিধায়ক মদন মিত্র কটাক্ষ করে বলেন , শুভেন্দু অধিকারী এখন শুভেন্দু ‘শাস্ত্রী’ হয়েছেন ।

সূত্রের খবর , বৃহস্পতিবার গুজরাতে বিজেপি-র জয় লাভের পর শুভেন্দু বলেন , চলতি বছরের ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর-এই তিনটি দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও শুক্রবার তিনি আরও বলেছেন, গোটা ডিসেম্বর মাসই তাৎপর্যপূর্ণ। এই বক্তব্য কেন্দ্র করে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও কটাক্ষ করেন। তিনি প্রশ্ন তোলেন , “৩টে দিন উষ্ণতম হবে না আরও শীতলতম?” বৃহস্পতির পর শুক্রবারে আবারও শুভেন্দুর মুখে ডিসেম্বর ডেডলাইন উঠে এসেছে। তিনি মন্তব্য করেন গোটা ডিসেম্বর মাসই তাৎপর্যপূর্ণ । এতেই মদনের কটাক্ষ , “শুভেন্দু অধিকারী থেকে শুভেন্দু শাস্ত্রী হয়ে গিয়েছে। হাত গোনায় চলে গেল। শুভেন্দু বাস্তব কথাটা তুলে ধরেছে। বিজেপি এখন পুরোপুরি চুন্নি পান্না, ধারনের উপর চলে গিয়েছে। না হলে এইরকম ভাবে ডেট বলে?”

“শুভেন্দু অধিকারী ২৩ নভেম্বর বলেন, “আমি বলছি, ডিসেম্বরে বড় চোর ধরা পড়বে । আবার বলছি। আমরা বলছি, এই রাজ্যের সবচেয়ে বড় চোর, যিনি যাবেন।” তাঁর একাধিক বারের এই ডিসেম্বরের ডেডলাইন হুঁশিয়ারি ঘিরে রাজ্যে জল্পনা বাড়ছে । উল্লেখ্য তৃণমূল বিরোধী দলনেতার হুঁশিয়ারিতে গুরুত্ব দিতে একেবারে রাজি নয় । সূত্রের খবর , দলের বিধায়ক তাপস রায় বলেন, “ওসব কিছু হবে না, ওগুলি দলের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য বলছেন, যা হবে তা দেখা যাবে। কোনওকিছু হলে বুঝতে হবে, বিজেপি পিছন থেকে নিয়ন্ত্রণ করছে। আগে টার্ম সেপ্টেম্বর শুনতাম, এখন শুনছি ডিসেম্বর ।” রাজ্যের রাজনীতীতে ডিসেম্বরের ডেডলাইন নিয়ে বেশ শোরগোল পড়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *