টেন্ডার দুর্নীতি মামলায় শুভেন্দু ঘনিষ্ঠ কাউন্সিলর

Read Time:3 Minute

24 HrsTv, ওয়েব ডেস্কঃ টেন্ডার মামলায় গ্রেফতার হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর সত্যব্রত দাস । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। বুধবার সকালে ভবানীপুর থানায় তলব করা হয় তাঁকে। সিটের সদস্যরা দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। রাতভর জিজ্ঞাসাবাদের পর রাত ১১টা নাগাদ সত্যব্রত দাসকে গ্রেফতার করা হয়। সত্যব্রত ওরফে স্বপন দাস পেশায় ঠিকাদার। তিনি ২০১৭ সালে নির্বাচনে লড়েন। হলদিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ড সুতাহাটার কাউন্সিলর হন। তারপর ২০২১ সালে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন। হলদিয়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন শ‍্যামল আদকের বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ শোনা গিয়েছে। এবছরের ২৯ সেপ্টেম্বর হলদিয়ার আজাদ হিন্দনগরের এক নির্মাণ সংস্থার মালিক অরুণাংশু মুখোপাধ‍্যায় জালিয়াতির অভিযোগ তুলে স্থানীয় ভবানীপুর থানায় এফআইআর করেন।
সংস্থার নাম এবং তাঁর সই জাল করে শ‍্যামল আদক তাঁর নিজের কোম্পানির নামে ৮৬ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ক্রেডেনসিয়াল তৈরি করেছেন এমনটাই অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে বহু টেন্ডার দুর্নীতির তথ‍্য উঠে আসে। এও জানা গিয়েছে , কয়েক কোটি টাকার বেহিসেবি ঘটনা। ইতিমধ্যে পুরসভার টেন্ডার সংক্রান্ত দেড় হাজার ফাইল পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই ঘটনায় ২ অক্টোবর হলদিয়া আদালত গ্রেফতার পরোয়ানা জারি করে। আগেই পরিস্থিতি বুঝেই গা ঢাকা দেন শ‍্যামল। আপাতত পলাতক তিনি।
এই দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধানের সময়কালীন পুরসভার টেন্ডার কমিটির চেয়ারম্যান সত‍্যব্রত দাস, কাউন্সিলর নারায়ণচন্দ্র প্রামাণিক এবং অর্থদফতরের দায়িত্বে থাকা বিকাশ জানাকে থানায় তলব করে পুলিশ। সত‍্যব্রত দাসের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে। তদন্তকারীদের দাবি অনুযায়ী, সব প্রশ্নের উত্তর দেননি সত্যব্রত। গত বুধবার ম্যারাথন জেরার পর শুভেন্দু অধিকারী ও শ্যামল আদক ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর সত্যব্রত দাসকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *