
শুভেন্দুর নন্দীগ্রামকাণ্ডে পাল্টা কুণাল !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আবারও নির্বাচনে রক্ত ঝড়ল নন্দীগ্রামে । ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে আরও একবার উত্তপ্ত নন্দীগ্রাম । শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে রক্ত ঝরল । সিভিক ভলান্টিয়ারের সামনেই বাঁশপেটা করা হয় । সূত্রের খবর , রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার জেরে তৃণমূলের দিকে সরাসরি অভিযোগের মাধ্যমে নিশানা করেছে ।
সূত্রের খবর ,শুভেন্দুর সভার পাল্টা কুণাল ঘোষ মন্তব্য করেন , শুভেন্দু অধিকারী সম্পূর্ণ মিথ্যাচার করছেন। ওই জায়গাটায় একটা সময় কিছু মানুষকে ভুল বুঝিয়ে, কিছু ভোট, বিজেপি পেয়েছিল। কিন্তু মানুষ বুঝতে পারছে না আসল ঘটনাটা কী ক্রমশ বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে। এবার একটা সমবায় সমিতি, সেখানে তো ভোটের জন্য বিজেপি, সিপিএম, সবাই হাত মিলিয়ে আছে। কাল রাত থেকে ওরা বাইরের থেকে ছেলে প্রবেশ করায়। ফলে ওই জায়গায় অশান্ত, মারধর, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে বিজেপির বিরুদ্ধে কুণাল ঘোষ পাল্টা অভিযোগ করেন । উল্লেখ্য শুভেন্দু অধিকারী জানান ,’ সমবায় ভোটে আমরা তো সরাসরি যুক্ত হই না। সমবায়ের অংশীদাররা ভোটার। কিন্তু সব জায়গায় , সমবায় ব্যবস্থাতেও পরিবর্তন আনার জন্য মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা প্রথমবার সমবায় সমিতিগুলিতে লড়ছি। তাতে অনেকগুলি জায়গা আমরা জিততে পেরেছি, অনেকগুলি জায়গায় ভাল লড়াই দিয়েছি। এবং এখানে সাধারণ ভোটাররা ভোটার হয় না, শেয়ারহোল্ডার ভোট হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বভুক ! কয়লা খায় ! বালি খায় !… টাকা খায় ! এবার এই সমবায়টাকেও খেতে হবে। খেতে গেলে যা করার, করছে। ‘
সূত্রের খবর , এদিন সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে রক্ত ঝরেছে । এই ঘটনা স্থলে উপস্থিত সিভিক ভলান্টিয়ার। তাঁদের সামনেই করা হল বাঁশপেটা । এমনকি পুলিশের সামনেই চলল বাঁশ হাতে ঝামেলা । সংঘর্ষে আহতকে পাঁজাকোলা করে তুলে নিয়ে যাওয়া হল । আজ রাজনীতি এমন জায়গা আসে পৌঁছেছে যে, পুলিশ, RAF থাকতেও নামাতে হল EFR জওয়ান। এই সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা আর সংঘর্ষ দেখলেন এলাকার বাসিন্দারা । রাজ্যের রাজনীতি এমন জায়গা পৌঁছেছে, যেখানে কোন সভা হলেই সাধারণ মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হয়। তারপর রাজ্যের রাজনীতি এক দল , অন্য দলকে দোষে ।