২৪ আওয়ার্স টিভির তরফে সেরা পুজোর পুরস্কার পেল সিঁথি অগ্রগামী সংঘ

Read Time:1 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : অরিয়ন পেস্ট প্রেসেন্ট বাই শারদ সম্মান ২০২৩ ২৪ আওয়ার্স টিভির পক্ষ থেকে সেরা পুজোর পুরস্কার ছিনিয়ে নিল সিঁথি অগ্রগামী সংঘের পুজো। উচ্ছ্বাসে ভাসছে পুজো মণ্ডপের সদস্যরা। কেদারনাথ। অনেকরই বহু সাধ থাকে একবার দর্শন করার। কিন্তু নানান ব্যস্ততায় হয়ে উঠে না। এবার পুজোয় আপনি দর্শন করতে চান কেদারনাথ মন্দির? না আসল কেদারনাথ মন্দিরে না যেতে পারলেও তার আমেজ নিতে আসতেই পারেন সিঁথি অগ্রগামী সংঘের পুজো মণ্ডপে। কারণ এবার তারা কেদারনাথের আদলে তৈরি করেছেন পুজো মণ্ডপ।

অসাধারণ শিল্পীর ভাবনায় ফুটে উঠেছে মায়ের রূপ। গোটা মণ্ডপে সুন্দর কারুকার্য। আর এর মধ্যেও গাছ বাঁচানোর বার্তা দিয়েছে সিঁথি অগ্রগামী সংঘের পুজো। পুজো শুরুর আগেই দর্শনার্থীদের ভিড় এই পুজো মণ্ডপে। একইসঙ্গে ক্লাবের ঝুলিতে বাড়ছে পুরস্কারের সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *