
জামাই ষষ্ঠীর দিন জামাই আদরে ভেসে গিয়ে পেটের সমস্যা? মুক্তি দিতে পারে ঘরোয়া টোটকা
24Hrs Tv ওয়েব ডেস্ক : শ্বশুরবাড়িতে একের পর এক জিভে জল আনা পদ সাজিয়ে দেওয়া হবে সামনে। ইলিশ, পাঁঠার মাংস, চিংড়ি, পনির, মিষ্টি কিছুই বাদ থাকবে না তালিকায়। বাঙালিদের মধ্যে জামাই ষষ্ঠীর রেওয়াজ সেই আদিকাল থেকেই চলে আসছে। মেয়ে যাতে সুখে সংসার করতে পারে, সেই তাগিদেই জামাই আদরের এমন ঘনঘটা। পেট পুরে খাওয়ার সঙ্গে উপরি পাওনাও কিছু রয়ে যায়। জামাই ও উপহার নিয়ে আসে শ্বশুরবাড়ির লোকদের জন্য। মুশকিল হল, পাঁঠার মাংস, চিংড়ি, চিকেন সহ একাধিক জিভে জল আনা ব্যাঞ্জন একসঙ্গে দেখে অনেকেই লোভে পড়ে পেট পুরে খেয়ে নেন। এরপর শুরু হয় গ্যাস অম্বলের খেলা। কিছুটা সময় যাওয়ার পরই পেটে মোচড় দেয়, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি চেপে ধরে। এই পরিস্থিতির মোকাবিলায় অনেকেই টপাটপ অ্যান্টাসিড গিলে নেন। তবে কথায় কথায় গ্যাসের ওষুধ খাওয়া ভালো নয়। এই ওষুধগুলির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
পেট ফাঁপা, অ্যাসিডিটি, গ্যাস, বুক জ্বালার মতো একাধিক সমস্যায় একদম ম্যাজিকের মতো কাজ করে আদা। ভূরিভোজ করার পর কিছুটা পরিমাণে মৌরি খাওয়ার চল রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, এই প্রাকৃতিক উপাদানটি খেলে গ্যাস, অ্যাসিডিটির পাশাপাশি পেটে ব্যথা, বমি বমি ভাব ও পেট ফাঁপার মতো সমস্যাও অতি দ্রুত কমে যায়। এক্ষেত্রে খাওয়ার পর এক চামচ মৌরি সরাসরি মুখে পুরে দিন। তারপর চিবিয়ে বা জল দিয়ে গিলে খেয়ে নিন।
পেট ফাঁপা, বদহজমের মতো সমস্যা থেকে কিছুক্ষণের মধ্যে রেহাই পেতে চাইলে লেবু জল খেতেই পারেন। এই পানীয় খেলে পাকস্থলীতে খাদ্য হজমকারী অ্যাসিডের ঘাটতি মিটে যায়। ফলে খাদ্য হজমে অনেকটাই সুবিধা হয়। তবে অ্যাসিডিটির সমস্যায় লেবু জল পান না করাই মঙ্গল।অ্যান্টাসিডকে একদম সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারে জোয়ান। এই প্রাকৃতিক উপাদানটি হমজ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে।
Related
More Stories
বাড়ি হারালেন রাঘব চাড্ডা!আদালতের দ্বারস্থ আপ সাংসদ
নিজস্ব সংবাদদাতা:কদিন আগেই অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে মহা ধুমধামে বাগদান সেরেছেন রাঘব চাড্ডা। সামনেই তাদের বিয়ে। আর তার আগেই বাড়ি...
বাঙালির শেষ পাতে চাটনি, প্রত্যেকদিন হবে বিয়ে বাড়ি
24Hrs Tv ওয়েব ডেস্ক : খাবার শেষে যদি হয় চাটনি তাহলে পাত একেবারে ফাঁকা। চাটনি খেতে কে না ভালবাসে। তবে...
ঘুমে চোখ ঢুলু ঢুলু, ভাত খেলেই ঘুম পাচ্ছে, কি বলছেন পুষ্টিবিদরা
24Hrs Tv ওয়েব ডেস্ক : ভাত হল বাঙালিদের একান্ত প্রিয় খাবার। একবেলা ভাত না খেলে চলে না বাঙালির। আবার অনেকে...
‘এখনই স্টেজ থেকে নেমে যান’, হেনস্থা হলেন অভিনেত্রী রুকমা রায়
24Hrs Tv ওয়েব ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ রুকমা রায়। এছাড়াও তিনি কিরণমালা ধারাবাহিকে রাজকুমারী কিরণমালা, দেশের মাটি ধারাবাহিকে...
সুস্থ থাকতে গরম জলে নুন মিশিয়ে স্নান, দূর করবে নানান রোগ
24Hrs Tv ওয়েব ডেস্ক : গরমে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে নুন বেরিয়ে যায়। সে কারণেই শরীর খুব 'স্ট্রেস'...
বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন, সফল মোদী সরকারের স্বপ্নের প্রকল্প
24Hr Tv ওয়েব ডেস্ক : আগামী ২৮ শে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। মোদী সরকারের স্বপ্নের প্রকল্প তথা নয়া...
Average Rating