জামাই ষষ্ঠীর দিন জামাই আদরে ভেসে গিয়ে পেটের সমস্যা? মুক্তি দিতে পারে ঘরোয়া টোটকা

Read Time:2 Minute, 51 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : শ্বশুরবাড়িতে একের পর এক জিভে জল আনা পদ সাজিয়ে দেওয়া হবে সামনে। ইলিশ, পাঁঠার মাংস, চিংড়ি, পনির, মিষ্টি কিছুই বাদ থাকবে না তালিকায়। বাঙালিদের মধ্যে জামাই ষষ্ঠীর রেওয়াজ সেই আদিকাল থেকেই চলে আসছে। মেয়ে যাতে সুখে সংসার করতে পারে, সেই তাগিদেই জামাই আদরের এমন ঘনঘটা। পেট পুরে খাওয়ার সঙ্গে উপরি পাওনাও কিছু রয়ে যায়। জামাই ও উপহার নিয়ে আসে শ্বশুরবাড়ির লোকদের জন্য। মুশকিল হল, পাঁঠার মাংস, চিংড়ি, চিকেন সহ একাধিক জিভে জল আনা ব্যাঞ্জন একসঙ্গে দেখে অনেকেই লোভে পড়ে পেট পুরে খেয়ে নেন। এরপর শুরু হয় গ্যাস অম্বলের খেলা। কিছুটা সময় যাওয়ার পরই পেটে মোচড় দেয়, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি চেপে ধরে। এই পরিস্থিতির মোকাবিলায় অনেকেই টপাটপ অ্যান্টাসিড গিলে নেন। তবে কথায় কথায় গ্যাসের ওষুধ খাওয়া ভালো নয়। এই ওষুধগুলির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

পেট ফাঁপা, অ্যাসিডিটি, গ্যাস, বুক জ্বালার মতো একাধিক সমস্যায় একদম ম্যাজিকের মতো কাজ করে আদা। ভূরিভোজ করার পর কিছুটা পরিমাণে মৌরি খাওয়ার চল রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, এই প্রাকৃতিক উপাদানটি খেলে গ্যাস, অ্যাসিডিটির পাশাপাশি পেটে ব্যথা, বমি বমি ভাব ও পেট ফাঁপার মতো সমস্যাও অতি দ্রুত কমে যায়। এক্ষেত্রে খাওয়ার পর এক চামচ মৌরি সরাসরি মুখে পুরে দিন। তারপর চিবিয়ে বা জল দিয়ে গিলে খেয়ে নিন।

পেট ফাঁপা, বদহজমের মতো সমস্যা থেকে কিছুক্ষণের মধ্যে রেহাই পেতে চাইলে লেবু জল খেতেই পারেন। এই পানীয় খেলে পাকস্থলীতে খাদ্য হজমকারী অ্যাসিডের ঘাটতি মিটে যায়। ফলে খাদ্য হজমে অনেকটাই সুবিধা হয়। তবে অ্যাসিডিটির সমস্যায় লেবু জল পান না করাই মঙ্গল।অ্যান্টাসিডকে একদম সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারে জোয়ান। এই প্রাকৃতিক উপাদানটি হমজ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *