
২৪ আওয়ার্স টিভির তরফে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের হাতে সেরার সেরা পুজো শারদ সম্মান
24Hrs Tv ওয়েব ডেস্ক: কলকাতার সেরা পুজোগুলির মধ্য়ে অন্য়তম হল শ্রীভূমির দুর্গাপুজো। এই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজোয় ভীড়ের জোয়ার। মহালয়ার দিনেই ট্রেলার দেখিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। বহু বছর ধরে ট্র্যাডিশন বজায় রেখেছে শ্রীভূমির দুর্গাপুজো। অসাধারণ থিমে সেজে উঠেছে শ্রীভূমি। এইবারের দুর্গাপুজোয় অভিনব ভাবনা হল ডিজনি ল্য়ান্ড। মন্ডপে ঢোকার আগে দেখা যাবে ডিজনি ল্য়ান্ডের এক একটা চরিত্র দাঁড় করানো হয়েছে। অসাধারণ আলোয় সেজে উঠেছে শ্রীভূমি। এই দুর্গাপুজো পরিদর্শনে গিয়েছিল ২৪ আওয়ার্স টিভি। তাঁদের এই অভিনব ভাবনাকে সবার মাঝে তুলে ধরতে ও যথার্থ সম্মান জানাতে বাই অরিয়ন পেস্ট ২৪ আওয়ার্স টিভির পক্ষ থেকে সেরার সেরা পুজো শারদ সম্মান তুলে দেওয়া হয়। সেরার সেরা পুজো শারদ সম্মান হাতে পেয়ে খুশি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সদস্য়গন। পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু নিজের উচ্ছাস প্রকাশ করলেন ২৪ আওয়ার্স টিভির সঙ্গে।