
পরীক্ষা নিয়ে আজ কেন্দ্রের বৈঠক, উপস্থিত থাকছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে পিছিয়ে গিয়েছে একাধিক বোর্ডের পরীক্ষা।স্থগিত হয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা,জেইই, মেন, নিট-সহ বিভিন্ন প্রবেশিকাও।এই করোনা পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বা অন্য বোর্ডের পরীক্ষা কি করা সম্ভব? এ ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রতিটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে জানিয়েছেন।
তাই পরীক্ষাগুলি আয়োজনের বিষয়ে আজ সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব এবং রাজ্যের বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’।আজ বেলা সাড়ে ১১টায় বৈঠক হবে।প্রতিটি রাজ্যের শিক্ষামন্ত্রীকে বৈঠকে উপস্থিত থাকার আবেদন জানানো হয়েছে।স্মৃতি ইরানি, প্রকাশ জাভড়েকরদের মতো মন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা।বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত থাকবেন না। বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী উপস্থিত না থাকলেও যোগ দেওয়ার কথা আছে রাজ্যের মুখ্যসচিব মনীশ জৈনের।মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভানেত্রীরও থাকার কথা।
রাজ্যগুলিকে লেখা চিঠিতে পোখরিয়াল জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব?পড়ুয়া এবং শিক্ষকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এগোতে হবে। সেটা খতিয়ে দেখছে স্কুলশিক্ষা দফতর, শিক্ষা মন্ত্রক এবং সিবিএসই।আইসিএসই, সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষা বাতিল হয়েছে। এ রাজ্যে অবশ্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কোনও পরীক্ষাই বাতিল করা হয়নি। চলতি বছর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে না। ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।তবে করোনার প্রকোপ কমলে তবে হবে পরীক্ষা। শনিবার পোখরিয়াল টুইট করে লেখেন,’নিজের প্রিয় ছাত্রছাত্রীদের জীবনে প্রভাব ফেলবে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সকল রাজ্য সরকার এবং সবপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’