স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, তদন্তে পুলিশ
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার কোচবিহারের গোসানিমারা এলাকায় নিশীথের কনভয় লক্ষ্য করে পাথর, ইট ছোঁড়া হয়। রাজ্যের উদয়ন গুহর উসকানিতে পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশ-লাঠি নিয়ে পালটা প্রতিরোধ গড়েছিলেন বিজেপি কর্মীরাও। এদিন সবমিলিয়ে দুপুরে তীব্র উত্তেজনা তৈরি হয়।
এদিন দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সিতাই যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই সময় গোসানিমারি এলাকায় রাস্তার ধারে গ্রামবাসীরা দাঁড়িয়েছিলেন। তাঁদের সঙ্গেই মিশে ছিলেন তৃণমূল কর্মীরাও এমনই অভিযোগ। পুলিশের সামনেই হামলা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়েছিলেন, নিশীথ ঘোষের দাড়ি-গোঁফ উপরে নিতে হবে। উদয়নের উসকানিমূলক মন্তব্যের জেরেই হামলা বিজেপির দাবি। যদিও সে কথা মানতে নারাজ রাজ্যের মন্ত্রীমহল। উদয়ন বলেন, “কোচবিহারে যত অশান্তি, তার বীজবপণ করেছে নিশীথ। সেই গাছে ফল হয়েছে। তার ফল ভুগতে হচ্ছে ওঁকেই। এটা হুমকির পরিণতি নাকি অন্য কিছুর তা জানি না।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, “এটা তো তৃণমূলের সংস্কৃতি। তবে কেউ যদি মনে করে হামলা করবে, তাহলে বলব আমরাও হাতে চুড়ি পরে বসে নেই। কেউ এক গালে চড় মারলে অন্য গাল এগিয়ে দেব না। আমাদের মারলে তাদের ওপর পুষ্পবর্ষণ করব না। হামলা হলে তার প্রতিফলন হবে।” এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এই ধরনের ঘটনা অশান্তি যে বা যারাই করে থাকুন সমর্থন যোগ্য নয়। তবে তৃণমূলের কেউ জড়িত নয়। দুটো সম্ভাবনা, তৃণমূলকে দোষ দিয়ে নাটক তৈরি করেছেন কিনা পুলিশ তদন্ত প্রয়োজন। দুই, নেতিবাচক কোনও অশুভ শক্তি খবরের কেন্দ্রে আসার জন্য এটা করেছে কিনা। তৃণমূলের কাজ নেই ওকে খবরে আনবে। একটা বিবৃতির লড়াই চলছিল, তার সঙ্গে বিজেপি এটাকে যোগ করে তৃণমূলের দিকে আঙুল তোলার চেষ্টা হতে পারে। সেই সুযোগ ওরা নিল কিনা সেই তদন্ত হতে পারে।”
এদিনের হামলা প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানী রাজ জানান, সাংসদের কনভয়কে কালো পতাকা দেখান হচ্ছিল। সেই সময় সাংসদের কনভয়ের সঙ্গে থাকা সঙ্গীরা বাইক থেকে নেমে বিক্ষোভকারীদের কালো পতাকা কেড়ে নেয়। তাদের ঘুষি মারে। এই ঘটনায় দুজন জখম হয়েছেন- জয়দীপ মণ্ডল ও প্রতাপ বর্মন। বিক্ষোভকারীদের ৩টি বাইক নষ্ট হয়েছে।