
অখিলকে তীব্র নিন্দা জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির !
২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরির মন্তব্যে ক্ষুব্ধ আদিবাসী সমাজ । যার ফলে বাঁকুড়ার খাতরায় খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে ঘিরে শুরু করে বিক্ষোভ আদিবাসীরা । তিনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখনই এই বিক্ষোভ । সূত্রের খবর , তিনি বাড়ি থেকে বেরোতেই তার গাড়ি আটকে বিক্ষোভ করে আদিবাসীরা । অখিল গিরিকে অবিলম্বে গ্রেফতারির দাবিতে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। এই ঘটনায় জ্যোৎস্না মান্ডি প্রতিক্রিয়া দিয়েছেন । সূত্রের খবর , জ্যোৎস্না মান্ডি বলেন, ‘আমি একজন আদিবাসী মহিলা হয়ে, রাষ্ট্রপতিকে যেভাবে তিনি তীব্র আক্রমণ করেছেন এবং তার বডি ল্যাঙ্গোয়েজ যা ছিল, সেটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’ এছাড়াও তিনি বলেন, ‘সম্মানীয় রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরি যে কুমন্তব্য করেছেন, সেটা নিয়েই বিক্ষোভে নেমেছিলেন তাঁরা । তিনি আরও বলেন উনি যেটা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত।’
বিজেপি দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে অখিল গিরির কুমন্তব্যকে ঘিরে । রাজ্যজুড়ে অখিলকে মন্ত্রিত্ব থেকে অপসারণের এবং গ্রেফতারির দাবিতে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। সূত্রের খবর , অখিল গিরির এই মন্তব্যের প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা কালো সাদায় বিশ্বাস করি না, মানুষকে নিয়ে চলাই আমাদের ধর্ম’। এছাড়া কুণাল ঘোষ বলেন, ‘অখিল গিরির যে মন্তব্য নিয়ে বিতর্ক তা অবাঞ্ছিত। তিনি এ বিষয়ে দুঃখপ্রকাশ করে যা বলার বলেছেন । গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে তার বক্তব্যয় দলের কোনও যোগ নেই। শুভেন্দু এই অখিলবাবুকে লাগাতার আক্রমণ করেছেন । উনি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি অবশ্য ডিফেন্ড করছি না। কিন্তু বাংলার বিজেপি নেতারা বাংলার মুখ্যমন্ত্রীকেও যা তা ভাষায় আক্রমণ করেন।’
সূত্রের খবর , সৌমিত্র খাঁ কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিয়েছেন ।এমনকি তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে কেন্দ্র করে অখিল গিরির মন্তব্যে গণতন্ত্রের অপমান করা হয়েছে । তিনি শুধু রাষ্ট্রপতিকে নয় , আর সঙ্গে ১৪০ কোটি জনগণকেও অপমান করেছেন । এই কুমন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হক । তাকে বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। সৌমিত্র খাঁ জাতীয় মহিলা কমিশনারের কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন । এবং তিনি এর সঙ্গে অখিল গিরিরকে গ্রেফতারির দাবিও জানিয়েছেন । অখিল গিরির কুমন্তব্যকে কেন্দ্র করে অমিত মালব্য কটাক্ষ করে মমতাকে আদিবাসী বিরোধী বলেছেন ।