রাজ্যের প্রথম পছন্দেই সিলমোহর রাজ্যপালের, রাজীব সিংহ নতুন নির্বাচন কমিশনার

Read Time:4 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : অবশেষে নতুন কমিশনার পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিংহ হচ্ছেন নতুন নির্বাচন কমিশনার। টালবাহানার পর অবশেষে সেই নামেই রাজ্যপাল অনুমোদন দিয়েছেন বলে সূত্রের খবর। রাজভবন থেকে সেই ফাইল পাঠানো হচ্ছে নবান্নে। নতুন কমিশনার হিসেবে রাজীব সিংহের দায়িত্ব গ্রহণ সময়ের অপেক্ষা। প্রাক্তন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয় সম্প্রতি। তারপর থেকে ওই আসন ফাঁকা ছিল। রাজভবনে নাম পাঠানো হলেও তাতে অনুমোদন মেলেনি। এই নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে কমিশনার পদের জন্য প্রথম পছন্দই ছিল রাজীব সিংহ। প্রথমেই তাঁর নাম পাঠানো হয়েছিল রাজভবনে। এরপর রাজ্যপাল সি ভি আনন্দ বোস দ্বিতীয় নাম চেয়ে পাঠান। রাজ্য এ.আর বর্ধনের নাম পাঠিয়েছিল। এরপর তৃতীয় নাম চাওয়া হয়। সেই নাম পাঠানো হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

কেন কমিশনার পদের নাম নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা। তিনি দাবি করেছিলেন, এমন পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। কমিশনার বাছাই নিয়ে, ফের একবার রাজ্য ও রাজ্যপালের সংঘাতের পরিস্থিতিও তৈরি হয়। তবে শেষ পর্যন্ত রাজভবন সিলমোহর দেওয়ায় সেই সঙ্কট কাটল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পঞ্চায়েত নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। তাই এই পদপূরণ হওয়া জরুরি ছিল বলে উল্লেখ করেছিলেন মমতা। অতীতে মুখ্যসচিব পদে দায়িত্ব সামলেছেন আইএএস রাজীব সিংহ। কোভিড-পর্বে তাঁর ভূমিকার প্রশংসাও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারই নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নাম প্রস্তাব করেছিল। রাজভবন থেকে সেই নামে সিলমোহর পেতে কিছুটা সময় লেগেছে।

গত ২৮ মে রাজ্যের নির্বাচন কমিশনার পদে মেয়াদ শেষ হয়েছিল সৌরভ দাসের। নিয়মমাফিক পরবর্তী কমিশনারের নাম প্রস্তাব করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল নবান্ন। অবশেষে রাজীবের নামেই সিলমোহর দিয়েছেন রাজ্যপাল বোস। বুধবার নতুন পদে দায়িত্ব নিয়েছেন রাজীব। আর কয়েক মাসের মধ্যেই নির্বাচন হওয়ার কথা। যদিও এই বিষয় নিয়ে এখনো কিছু জানান নি রাজীব সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *