অস্ত্র কেনাবেচায় বড়সড় সাফল্য এসটিএফের, ধৃত ২

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। এসটিএফ গোপন অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ও মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেফতার করেছে দু’জনকে। ধৃতদের নাম কুরবান আলি ও রাকেশ মোল্লা।
কুরবান আলি মন্তেশ্বরের ভাণ্ডারবাটি এলাকার বাসিন্দা, সূত্রের খবর। অপরজনের বাড়ি ডোমকলের কাছে। কুরবানের কাছ থেকে অস্ত্র কেনার জন্য ডোমকল থেকে কুসুমগ্রাম-নাদনঘাট রোডের কাছে গিয়েছিল, এমনই তথ্য জানা গিয়েছে। অস্ত্র লেনদেনের খবর পান এসটিএফের গোয়েন্দারা। পুলিশ হানা দিয়ে হাতেনাতে ধরেন দু’জনকে। কুরবানের কাছ থেকে একটি গান বা ওয়ান শটার বন্দুক উদ্ধার করা হয়েছে। এসটিএফ মন্তেশ্বর থানায় কুরবান ও রাকেশের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার একটি বেসরকারি সংস্থায় কুরবান আলি নিরাপত্তা রক্ষীর কাজ করত। গোপনে অস্ত্র ব্যবসায় হাত পাকাচ্ছিল। তা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল। শনিবার কুরবান ও রাকেশকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন এসটিএফ কর্তারা।
বছরের শুরুতেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই সময় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ে, সূত্রের খবর। এরই পরিস্থিতি চরমে হয়ে ওঠে। অস্ত্র উদ্ধারে চলছে নানা জায়গায় তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *