
তীব্র কম্পন এবার রাজধানী দিল্লিতে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল
24Hrs Tv ওয়েব ডেস্ক জুলি সাউঃ নেপালে শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সোমবার ৬ নভেম্বর দিল্লিতে ফের ভূমিকম্প। তিনদিন পর ফের জোরাল কম্পন, ৩০ সেকেন্ডে জোড়া ভূমিকম্প দিল্লিতে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৬। সোমবার ৬ নভেম্বর দিল্লিতে ফের ভূমিকম্প। এদিন দুপুর নাগাদ তীব্র কম্পন অনুভূত হয় দিল্লি এনসিআর এলাকায়। এর তিনদিন আগের ভয়াবহ ভূমিকম্পে নেপালে মোট ১৫৭ জনের মৃত্যু হয়। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বহু মানুষ। একাধিক বাড়িঘর ভেঙে পড়ে। প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বড়সড় ভূমিকম্প হয় নেপালে। ভয়াবহ সেই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৪। কার্যত মৃত্যুমিছিল দেখা যায় সে দেশে। জানা যায়, ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায় নেপাল সরকারের তরফে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে নেপালের পাশে থাকার আশ্বাস দেন। বিদেশমন্ত্রী এস জয়শংকরের তত্ত্বাবধানে নেপালে পাঠানো হয় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী।

নেপালের ভূমিকম্পের জেরে শনিবার রাতে কেঁপে ওঠে দিল্লি-NCR সহ গোটা উত্তর ভারত। কম্পন অনুভূত হয় উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশেও। বারবার এই জোরাল কম্পনের জেরে আশঙ্কা করছেন পরিবেশবিদরাও। এই পরিস্থিতিতে যে কোনও মুহূর্তে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠতে পারে হিমালয় এলাকা।সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং সমস্ত রকমের প্রস্তুতি অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ। ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির প্রাক্তন অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ অজয় পাল বলেন, ‘সাধারণ মানুষকে প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে। যে কোনও মুহূর্তে বড়সড় একটি বিধ্বংসী ভূমিকম্প হতে পারে হিমালয় এলাকায়।’ কিন্তু, কেন এমনটা ঘটবে? অধিকাংশ বিশেষজ্ঞ জানাচ্ছেন, ভারতীয় টেকটনিক প্লেট এবং ইউরেসিয়ান প্লেটের ক্রমাগত সংঘর্ষের ফলে এই মুহূর্তে স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ভারতের এই টেকটনিক প্লেট ক্রমশ উত্তর দিকে সরছে। আর এর জেরেই প্রবল ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে যে কোনও মুহূর্তে।