
কলকাতা হাইকোর্টে সুবীরেশের জামিনের মামলায় ধাক্কা !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ , বুধবারই এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে জামিনের মামলায় ধাক্কা খেয়েছেন । সূত্রের খবর , ফের সুবীরেশের নামও ওএমআর শিট জালিয়াতির কাণ্ডে উঠে এল । আজ কলকাতা হাইকোর্টে এসএসসি গ্রুপ ডি মামলার শুনানির দিন ছিল। এই শুনানিতে বেশ কিছু ওএমআর শিটের তথ্য উঠে আসে । জানা যায়, উত্তরপত্রে শূন্য পেয়েও চাকরি পেয়েছে । সূত্রের খবর , এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানতে চান, সেই সময় কে ছিলেন এসএসসি-র চেয়ারম্যান। এর উত্তরে সিবিআই জানায় চেয়ারম্যান সুবীরেশ ছিলেন ।
উল্লেখ্য এদিন ওএমআর শিট জালিয়াতির কাণ্ডের শুনানিতে সুবীরেশের নাম আসতেই বিচারপতি প্রশ্ন করেন, সিবিআই-কে কি সুবীরেশ সব বলেছেন? যার নির্দেশে এই সব কাজ হয়েছে? আসল লোকের নাম কি বলেছেন? এরপরই বিচারপতি বলেন, ‘অধিকাংশ ওএমআরশিট ফাঁকা। বিশ্বাস করি না, এই ম্যানুপুলেশন টাকা ছাড়া হয়েছে। ইডিকে সব মামলায় যুক্ত করব। কোনও ব্যক্তিই যেন পালিয়ে না যান।’
বিচারপতি গঙ্গোপাধ্য়ায় সিবিআই-এর কাছে জানতে চেয়েছিলেন যে, সুবীরেশের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? সুবীরেশ নবম-দশমের মামলায় জেল হেফাজতে রয়েছেন । আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি মন্তব্য করেছিলেন, সুবীরেশকে হেফাজতে না নিলে কোন তথ্য জানা সম্ভব নয় । ঠিক কী কী বলেছেন সুবীরেশ আরও একবার জানতে চাইলেন বিচারপতি । কলকাতা হাইকোর্ট বুধবারই জামিন মামলায় সুবীরেশ ভট্টাচার্যের আর্জি খারিজ করে দিয়েছে । সূত্রের খবর , সুবীরেশের পক্ষে সওয়াল করা হয়েছে, তিনি এসএসসি-র পদে থাকাকালীন কোনও দুর্নীতি হয়নি। কিন্তু আদালত সাফ জানায়, একটি সংস্থার সর্বোচ্চ পদে থেকে কোনও অভিযোগ এড়িয়ে যাওয়া যায় না। সিবিআই আবার বুধবারই সুবীরেশের ভাগ্নেকে তলব করেছিল । অভিযোগ উঠেছে বেআইনিভাবে তাঁকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ।