
তৃতীয়বারের জন্য পঞ্চায়েত দফতরের দায়িত্ব নিয়ে কাজ শুরু সুব্রত মুখোপাধ্যায়ের
নারদ মামলা থেকে অন্তর্বর্তী জামিনের সময় অসুস্থ্য ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সুস্থ্য হয়ে কাজে যোগ দিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রথমেই সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে তৃতীয়বারের জন্য এই দফতরের দায়িত্ব নিয়ে কাজ শুরু করলাম। গত দশ বছরের মত এবারও চেষ্টা করবো যেন সুনামের সঙ্গে সরকারের পক্ষ থেকে মানুষের কাজ করতে পারি।’
তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ক্ষতিগ্রস্থ জেলায় রাস্তা তৈরি বাড়ি তৈরির কাজ করতে হবে। পাশাপাশি, পঞ্চায়েত দফতর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১০০ দিনের কাজ যাতে বেশি বেশি করে চালু করা যায় সেই বিষয়েদেখা হবে ।’ পাশাপাশি তিনি জানান, ‘আধিকারিকদের নিয়ে ক্ষতিগ্রস্থ জেলাতে গিয়ে জেলা পরিষদের সঙ্গে বৈঠক করবেন। আজ প্রাথমিকভাবে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, প্রথমেই দক্ষিণ ২৪ পরগণা যাবেন ‘ বলেও জানান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি ভালো খবর হিসেবে তিনি জানান, পঞ্চায়েত ব্যবস্থায় ই-গভর্নেন্স দেশে তৃতীয়তম শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করল পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দফতর বলে জানান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।