” জয় শ্রীরাম ” স্লোগান বিতর্কে প্রতিক্রিয়া সুজনের

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : গতকাল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন । মায়ের প্রয়াণে বঙ্গ যাত্রা বাতিল হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । ভার্চুয়াল মাধ্যমে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। এদিন শুধু পশ্চিমঙ্গে একাধিক প্রকল্পের সূচনা করা হয়েছে। গতকাল হাওড়া স্টেশনে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা উপস্থিত হয়েছিলেন।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী হাওড়া স্টেশনে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরেই “জয় শ্রীরাম” স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্লোগান দেওয়া জনতাকে থামানোর চেষ্টা করেন। রেলের অন্যান্য পদস্থ আধিকারিকও অপ্রীতিকর পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন । সে সময় গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে।

তিনি যে এই ঘটনায় অসন্তুষ্ট, তা বুঝিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। বন্দে ভারতের উদ্বোধনের মঞ্চে উঠতে রাজি হননি মুখ্যমন্ত্রী । রেলমন্ত্রী হাতজোড় করে তাঁকে মঞ্চে ওঠার অনুরোধ জানান। কিন্তু মঞ্চের পাশেই একটি চেয়ারে বসে পড়তে দেখা যায় তাঁকে। শেষমেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুরোধে বক্তব্য রাখতে রাজি হন মমতা। যদিও মঞ্চে ওঠেননি তিনি। মঞ্চের নীচেই সবুজ পতাকা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। সেখান থেকেই বক্তব্য রাখেন তিনি। গতকাল হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান বিতর্কে প্রতিক্রিয়া দেন সিপিএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর । তিনি বলেন “ওরা ‘জয় শ্রীরাম’ এরা ‘জয় বাংলা’, এইসব স্লোগানের মাধ্যমে রাজনীতি কলুষিত হচ্ছে, মানুষ কলুষিত হচ্ছে। বাংলার কোনো মানসম্মান বাড়ছে না।….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *