
শুভেন্দুর পর এবার পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : ফের পুলিশকে হুঁশিয়ারি । শুভেন্দু অধিকারীর পর পুলিশকে এবার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের । দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি হুঁশিয়ারি দিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন , ‘পুলিশ ছাড়া তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না । যে ওসি বদমাইশি করছে, তাঁকে টাইট দিয়ে দেব’। গতকালই প্রকাশ্য সভা থেকে পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, ‘সংসদে এক দেশ, এক পুলিশ বিল আনছে সরকার। দিল্লির নিয়ন্ত্রণেই থাকতে হবে পুলিশকে । ব্যাগ গুছিয়ে রাখুন, জানুয়ারি মাসে দেখা হবে’।
আগামী বছরের প্রথম দিকেই পঞ্চায়েত ভোট হবে । রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে , রাজ্য পুলিশ দিয়েই আয়োজিত হবে রাজ্যের পঞ্চায়েত ভোট। এই ঘোষণার পর অবাধ ভোট হওয়া নিয়ে বিরোধী দলের নেতা সন্দেহ প্রকাশ করে রাজ্য পুলিশক ও সরকারকে নিশানা করেছেন । সূত্রের খবর , তিনি রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছেন । তিনি রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রকাশ্য সভা থেকে সরাসরি হুঁশিয়ারি দিলেন । সুকান্ত মজুমদারের মন্তব্য , ‘পুলিশ ছাড়া তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। যে ওসি বদমাইশি করছে, তাঁকে টাইট দিয়ে দেব’।
সামনেই পঞ্চায়েত ভোট । এই ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় বোমা-অস্ত্র উদ্ধার হয়ে উত্তাপ বাড়াচ্ছে । যে বিষয় নিয়ে আক্রমণ করে সুকান্ত মজুমদার মন্তব্য করেন , ‘গোটা রাজ্যে বোমা শিল্প কুটির শিল্পে পরিণত হয়েছে’। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে আবাস যোজনা নিয়েও খোঁচা দেন । তিনি আরও বলেন , তৃণমূলের কর্মীরা বিজেপি করলে আবাস যোজনা থেকে বঞ্চিত করার পরিকল্পনা করে তালিকা নিয়ে ঘুরছে । এর পাশাপাশি তিনি গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের আশ্বস্ত দিয়ে জানান, বিজেপি ক্ষমতা এসে সবাইকে ঘর দেবে ।