
সমলিঙ্গ বিয়েতে আইনি স্বীকৃতি দিল না সুপ্রিম কোর্ট
24Hrs Tv ওয়েব ডেস্ক : সমলিঙ্গে বিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের আজ রায় ঘোষনা ছিল। কি রায় দেয় সেই দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। বিয়ের আইনি স্বীকৃতি না দিলেও সমলিঙ্গ সম্পর্ককে স্বীকার করেছে শীর্ষ আদালত। এই সম্পর্কে যাঁরা থাকেন, তাঁদের অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। নানা জায়গায় বিভিন্ন সময়ে সমকামীদের উপর নির্যাতন এবং আক্রমণের অভিযোগ উঠেছে। যাতে তাদের সুরক্ষা নিশ্চিত করা যায় সেও বিষয়টির উপর নজর দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
তবে সমলিঙ্গে বিয়ে নিয়ে কেন্দ্রকে একটি বিশেষ কমিটি গঠন করে সমলিঙ্গে বিবাহের বিষয়ে অগ্রসর হতে বলেছে সুপ্রিম কোর্ট। সমলিঙ্গ যুগলের রেশন কার্ড, পেনশন, উত্তরাধিকার সমস্যা প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ওই কমিটির মাধ্যমে। সমলিঙ্গ বিবাহে আইনি স্বীকৃতি দিতে হলে বিশেষ বিবাহ আইনে পরিবর্তন আনতে হবে। যা বিচারব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়। তাই আইনসভাকেই এ বিষয়ে পদক্ষেপ করতে হবে। প্রধান বিচারপতি বলেন, ”বিশেষ বিবাহ আইনে পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ।”