খারিজ হল সুপ্রিম কোর্টে নেতাজির জন্মদিনে ‘জাতীয় ছুটি’র আবেদন

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাণপণ চেষ্টা করেছেন, তাঁকে সম্মান জানাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ‘জাতীয় ছুটি’ঘোষণা সংক্রান্ত আবেদন খারিজ করে এমনই বক্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। একাধিকবার এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানান কেন্দ্রের কাছে। এক জনস্বার্থ মামলা খারিজ করে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
আইনজীবীকে প্রধান বিচারপতি জানান, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেন্দ্রের, সুপ্রিম কোর্টে এমন আবেদন অর্থহীন। তিনি বলেন, ”জনস্বার্থ মামলাকে হাতিয়ার করে আপনারা ছেলেখেলা করছেন। সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা প্রচুর দেখা যাচ্ছে। আদালতে আসার আগে একবার অন্তত ভাবুন, আদালতের কাজ কী। আপনি নিজেও একজন আইনজীবী। আদালতকে আরও গুরুত্ব ও সম্মান দিন।” উত্তরে আইনজীবী বলেন, “আমরা শিশুদিবস পালন করছি, বুদ্ধজয়ন্তীও পালন হয়। তাহলে নেতাজির জন্মদিন এভাবে হবে না কেন?” প্রধান বিচারপতি বলেন, “স্বাধীনতার জন্য ওঁর অবদান তো সবাই জানে। দেশকে মুক্ত করতে উনি কত পরিশ্রম করেছেন, তাও সবাই জানে। তাই নেতাজির জন্মদিন পালন করার শ্রেষ্ঠ উপায় হল ওঁর মতো পরিশ্রম করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *