‘বেনামি আবেদন’ মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : কলকাতার হাইকোর্টে ‘বেনামি আবেদন’ মামলায় সিবিআই তদন্তের নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে । তিন সপ্তাহের জন্য প্রধান বিচারপতির বেঞ্চ স্থগিতের আদেশ দিয়েছে । উল্লেখ্য, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত শিক্ষা সচিবের তলবের ওপরই স্থগিতের আদেশ দিয়েছে ।

সূত্রের খবর , শিক্ষাসচিব শূন্যপদ নিয়েও বিস্ফোরক দাবি করেছেন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শিক্ষাসচিব মন্তব্য করেন , ” শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় ।” এই মন্তব্যেরই পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, ” যেখানে আইনে সংস্থান নেই, সেখানে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত কীভাবে আসে ? আমি বিস্মিত, রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত ! তিনি আরও বলেন ,আপনি কি জানেন, কমিশনের আইন অনুযায়ী বেআইনি নিয়োগ করা যায় না? এরপরেও কেন বেআইনি শূন্যপদ তৈরি করা হল ?” বেনামি আবেদন’ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন শিক্ষাসচিব মণীশ জৈনকে।

শুক্রবারই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আদালতে হাজির হয়েছিলেন রাজ্যের শিক্ষাসচিব । তিনি আদালতে জানান , রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশেই অযোগ্য যাঁরা চাকরি খুইয়েছেন, তাঁদের পরিবারের কথা ভেবেই পুর্নবহালের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন। এর জেরে তাঁকে হাইকোর্টের প্রবল উষ্ণার মুখেও পড়তে হয়েছে । যদিও সমস্ত ঘটনা নিয়ে সিবিআই তদন্ত চলছে । এছাড়াও একাধিক বিষয়ে স্থগিতের আদেশ দেওয়ায় নতুন কৌতুহল সৃষ্টি হচ্ছে গোটা বিষয়কে কেন্দ্র করে ।

ডিভিশন বেঞ্চও কলকাতা হাইকোর্টের, সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশ বহাল রেখেছিল । প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভী। কার নির্দেশে অযোগ্যদের বাঁচানো হল তা খুঁজতেই, সিবিআইকে-নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ এক সপ্তাহের মধ্যে জানাতে বলেছিলেন সিবিআইকে। অন্যদিকে, নির্দেশ বহাল রাখার পাশাপাশি ‘কীভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন?’ এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই প্রশ্নও তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *