
বেলুড় মঠে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস
Read Time:1 Minute
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ ১২ই জানুয়ারি । স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম দিবস। একই সাথে ৩৯ তম জাতীয় যুব দিবস। এই উপলক্ষে বেলুড় মঠে প্রতিবছরের মত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন।

স্বামীজীর মন্দিরে প্রণাম নিবেদন করে বেলুড় মঠ প্রদক্ষিণ করে মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মন্ডপে গিয়ে বসেন তারা । যেখানে সকাল সাড়ে নটা থেকে শুরু হয় নানা অনুষ্ঠান। প্রায় দেড় ঘন্টার এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্র উচ্চারণের পর উদ্বোধনী সংগীত, প্রস্তাবনা, ধর্মীয় আলোচনা, সংগীত, বিবেকানন্দ সম্বন্ধে নানা রূপ বক্তব্য, যোগ ব্যায়াম প্রদর্শনী ইত্যাদি হয় । পরিশেষে সকলে হাতে হাতে প্রসাদ নিয়ে বাড়ি ফিরবেন।