নিজের সতীনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন স্বরা, কি লিখলেন অভিনেত্রী

Read Time:2 Minute, 45 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : মার্চ মাসেই বিয়ে সেরেছেন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। তিনি বিয়ে করেন অভিনেত্রী স্বরা ভাস্করকে। ফাহাদকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন সময় ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য কটাক্ষও শুনতে হয়েছে ফাহাদ আহমেদ ও অভিনেত্রীকে। তবে সেই সময় নিন্দকদের কড়া জবাব দিয়েছিলেন অভিনেত্রী। এ বার সেই স্বরাই জানালেন তাঁর সতীনের কথা। ঘটনায় হতচকিত হয়েছেন অনেকেই। নিজের সতিনের প্রশংসায় পঞ্চমুখ স্বরা। আইনি বিয়ে আগেই সেরেছেন তাঁরা। সম্প্রতি দিল্লিতে সামাজিকভাবে বিয়ে সারেন স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ। গত ১৬ মার্চ বসেছিল বৌভাতের আসর। নিমন্ত্রণ পেয়েই ছুটে এসেছিলেন নেতা-মন্ত্রীরা। অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, রাহুল গান্ধি থেকে জয়া বচ্চন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি নজর কেড়েছে স্বরা-ফাহাদের রিসেপশনে। যদিও আমন্ত্রণ পেয়েও যেতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও কলকাতায় বসেই নবদম্পতিকে আশীর্বাদ পাঠিয়েছিলেন মমতা। স্বরার মা-বাবার উদ্দেশে চিঠি লিখে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু আরিশের জন্মদিন ছিল। স্বরা জানান, তাঁর এই সতীনটি হলেন স্বামী ফাহাদের প্রিয় বন্ধু আরিশ কামার। তাঁকেই স্বরা তাঁর সতীন বলে দাবি করেছেন। স্বরা বলেন, ”আরিশই ফাহাদের আসল স্ত্রী।” আরিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বরা লেখেন যে, ”আমাদের বন্ধু, কমরেড এবং ফাহাদের প্রথম স্ত্রী আরিশ কামারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই সব সময় আমাদের পাশে থাকার জন্য।”এই মুহূর্ত ফাহাদের সঙ্গে সুখে সংসার করছেন স্বরা। তাঁরা দুজনেই সুখী। নব দম্পত্তিকে ভালবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *