
ক্যামেরার সামনে মাত্র ১ মিনিটেই শাড়ি পরলেন স্বস্তিকা, এ এক নয়া চ্যালেঞ্জ
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ নারীর অঙ্গে শাড়ি! অপরূপ লাগে ভারী। শাড়ি প্রসঙ্গে কথা বলতেই স্বস্তিকা মুখোপাধ্যায় জানান, মাত্র এক মিনিটে শাড়ি পরে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড করেছেন তিনি নিজেই।
ভালবাসেন শাড়ি পরতে স্বস্তিকা। তা নিয়ে নানা এক্সপেরিমেন্টও করেন। এবার এক মিনিটে শাড়ি পরার চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি। সেকথা জানিয়েই নতুন একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে, হলুদ ব্লাউজের সঙ্গে নীল পাড়ের সাদা শাড়ি পরিহিতা অবস্থায়। দক্ষ হাতে আঁচল নিচ্ছেন, দিব্যি আঙুলের ফাঁকে গুছিয়ে নিয়েছেন কুঁচি। মাত্র এক মিনিটেই নিমেষে কাজ করে ফেলেছেন অভিনেত্রী।
ক্যামেরার সামনে আক নিমেষেই শাড়ি পরে ফেলেছেন স্বস্তিকা। শাড়ি পরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে জানান, এটা দেখাতে চাইলাম যে এক মিনিটে শাড়ি পরার চ্যালেঞ্জ থাকলে আমিই প্রথম হব।” আবার বিশেষ দ্রষ্টব্য হিসেবে জানান শাড়ি এবং ব্লাউজটি পরমা ব্র্যান্ডের। তবে কোনও তথ্যের জন্য শান্তিনিকেতনের বহুরূপীর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ধন্যবাদ জানিয়েছেন বিনা ভাড়ায় শাড়ি পরার স্থানটি দেওয়ার জন্য ডিজাইনার অভিষেক রায়কে অভিনেত্রী স্বস্তিকা। অভিনেত্রীর এই কেরামতি দেখে মুগ্ধ নেটিজেনরা সকলেই।
চলতি বছরে ‘শ্রীমতী’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসাও পেয়েছেন স্বস্তিকা। পাশাপাশি চুটিয়ে হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। গত সাত অক্টোবর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে ‘ক্রিমিনাল জাস্টিস: অধুরা সচ’। সেখানে শ্বেতা বসু প্রসাদ পঙ্কজ ত্রিপাঠি, পূরব কোহলিদের পাশাপাশি অবন্তিকা হিসেবে নজর কাড়েন স্বস্তিকা। আগামীতে মুক্তি পাবে ‘বিজয়ার পরে’। সে ছবিতে মীর আফসার আলির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী।