নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলের ব্যাংক ডিটেলস, আয়কর নথি, যাবতীয় কাগজপত্র জমা নিলেন সিবিআই আধিকারিকরা

গরুপাচার-কাণ্ড মামলায় সিবিআই দফতর নিজাম প্যালেসে নথিপত্র জমা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী। সূত্রের খবর, পাচার-কাণ্ড মামলায় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর ব্যাংক ডিটেইলস, ইনকাম ট্যাক্সের যাবতীয় কাগজপত্র, এবং পাঁচ বছরের সম্পত্তি সংক্রান্ত নথি চেয়েছিল সিবিআই।

সহাস্য স্বরে বলেছিলেন ‘আমি মরি নাই, বেঁচে আছি’! কিন্তু বেঁচে থাকলেও হাজিরা এড়াচ্ছেন কেন কেষ্ট, প্রশ্ন সিবিআইয়ের

গরুপাচার-কাণ্ড ও ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্য-হাইকোর্ট জেরবার। নির্বাচন পরবর্তী অশান্তি-কাণ্ডে মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকরা তলব করেছিলেন রাজ্যের বর্তমান শাসকদলের বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। এরপরেও তাঁকে আরও একবার হাজিরার নির্দেশ দিয়েছেন সিবিআই।