করোনা আক্রান্ত রোগীদের জন‍্য নুসরত জাহান কী কী করলেন দেখে নিন

Read Time:2 Minute

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে রাজ্য। লকডাউন জারি করেও আটকানো যাচ্ছে না সংক্রমণ।ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিকাঠামো । হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, অক্সিজেন পাচ্ছেন না অনেকে, পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা ।এই পরিস্থিতিতে তারকা থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো একে-অপরের পাশে দাঁড়াচ্ছেন।

ভোটের সময় খুব একটা দেখা যায়নি তাঁকে। এমনকী ফলাফলের পরও ময়দান থেকে মিসিং ছিলেন অভিনেত্রী-সাংসদ।বিপর্যয়ের সময় করোনা আক্রান্তদের ভালো রাখতে হাত বাড়ালেন নুসরত জাহান।বসিরহাট ও সংলগ্ন এলাকার করোনা আক্রান্ত মানুষদের জন্য পলিটেকনিক কলেজে সেফ হোমের ব্যবস্থা করলেন।বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজেই খোলা হয়েছে এই সেফ হোম।কম উপসর্গ থাকা করোনা রোগীরা এই সেফ হোমে বিনামূল্যে থাকতে পারবেন কোনো টাকা লাগবে না।রোগীদের নিত্যপ্রয়োজনীয় ব্রাশ-টুথপেস্ট, সাবান-এর মতো একাধিক জিনিস দেওয়া হবে।ইনস্টাগ্রামে নিজেই সেফ হোমের ছবি পোস্ট করে জানান এই খবর।

অন্যদিকে, নুসরত জাহান কমিউনিটি কিচেন চালু করেছেন।কোভিড আক্রান্ত বসিরহাট এলাকার একাধিক পরিবারে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এই কিচেনের পক্ষ থেকে।কোভিড আক্রান্ত পরিবারের ক্ষেত্রেই বাজারহাট করা কিংবা রান্না করা সম্ভব হচ্ছে না, তাঁদের কথা মাথায় রেখেই এই কিচেন তৈরি।৯০৬৪৬ ৩৪৩৮৩ এই হেল্প লাইন নম্বর শেয়ার করেছেন নুসরত, এই নম্বরে যোগাযোগ করলেই সব সুবিধা পাবেন।

তিনি জানান,করোনা পরিস্থিতিতে কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান‌ই বন্ধ আছে। সেখান থেকে কলেজকে সেফহোম হিসেবে ব্যবহার করবার ভাবনা মাথায় এসেছিল। স্থানীয় নেতৃত্ব ও প্রশাসন এই ব্যাপারে আমাকে খুবই সাহায্য করেছে।সবাই সুস্থ থাকবেন আর অবশ‍্যই মাস্ক পরুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *