দমদম-ব্যারাকপুর সংগঠনের দায়িত্ব পেলেন তাপস রায়

Read Time:1 Minute

২৪ আওয়ার্স টিভি, সৌরভ দত্ত : তৃণমূল কংগ্রসের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেলেন তাপস রায়। বুধবার আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করে তৃণমূল। এর আগে সাংগঠনিক জেলার সভাপতি পদে ছিলেন পার্থ ভৌমিক। এরপর এই পদটি শূন্যই ছিল । ১৪টি বিধানসভা ও ২টি লোকসভা আছে এই কেন্দ্রে।

উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বন্দ্ব ঠেকাতেই কি এই বড় দায়িত্ব দেওয়া হল তাপস রায়কে! সম্প্রতি উত্তর কলকাতার সভাপতির পদে বসানো হয়েছে তমোঘ্ন ঘোষকে ।

এরপরই তাপস রায় অভিযোগ করেন, সুদীপের কথাতেই তাঁকে সভাপতি করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে পাল্টা আক্রমণ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। শেষ পর্যন্ত দমদম-ব্যারাকপুর তৃণমূলের দায়িত্ব পেলেন তাপস রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *