টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জয়ের পর বিরাটের চোখে জল !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : এক বছর আগে অর্থাৎ ২৪ অক্টোবর, ২০২১ আজকের দিনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় দলকে।কান্না, হতাশা, যন্ত্রণা সব কিছু এক বছর ধরে সহ্য করে ফের একবার লড়াইয়ের শপথ নিয়েছিল প্রত্যেকে। গতকাল যার ফল হয়ত দেখা গেল । প্রতিশোধ নেওয়ার ম্যাচে বাবর আজমের দলকে ৪ উইকেটে হারিয়ে দিল রোহিত শর্মার টিম। যদিও লড়াইটা বোধহয় কিছুটা বেশি ছিল বিরাট কোহলির কাছে। হাসি ফােটালেন গোটা দেশবাসীর মুখে। এবার সেই বিরাটই ম্যাচ জিতিয়ে শেষ হাসি হাসলেন। গতবার তাঁরই নেতৃত্বে দলকে হারতে হয়েছিল।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর গোটা মেলবোর্ন স্টেডিয়াম যেন মুহূর্তের জন্য হয়ে উঠেছিল ওয়াংখেড়ে।টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু ভারতের। কে বলবে যে অস্ট্রেলিয়ার এই মাঠে ৯০ হাজার দর্শক এদিন ভারত-পাক ম্যাচ দেখতে এসেছিলেন। ম্যাচ জেতানোর পর রোহিত শর্মার চোখে মুখে তৃপ্তি। রাহুল দ্রাবিড়ের অভিব্যক্তি সব কিছুই ফুটে উঠল আইসিসির পোস্ট করা ভিডিওতে। তাঁদের সম্পর্ক নিয়ে ক্রিকেট বিশ্বে নানারকম জল্পনা। ভারতীয় ক্রিকেট মহলে কান পাতুন। অনেকেই বলবেন, দু’জনের সম্পর্কের বরফ গলেনি। যদিও সব জল্পনা ভেঙে চুরমার করে দিলেন রোহিত শর্মা । টি-টোয়েন্টি বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের হাত থেকে জয় ছিনিয়ে নিতেই মাঠে দৌড়লেন রোহিত। কোলে তুলে নিলেন ব্যাট হাতে জয়ের নায়ক বিরাট কোহলিকে। ভারতীয় ক্রিকেট ভক্তরা যা দেখে মন্ত্রমুগ্ধ।

লড়াইটা বোধহয় কিছুটা বেশি ছিল বিরাট কোহলির কাছে। গতবার তাঁরই নেতৃত্বে দলকে হারতে হয়েছিল। এবার সেই বিরাটই ম্যাচ জিতিয়ে শেষ হাসি হাসলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *