
বিতর্কের মধ্যেই প্রকাশ্যে ‘রাম সেতু’- র টিজার
‘রাম সেতু’ নিয়ে বিতর্ক এখনো তুঙ্গে। অভিযোগ উঠেছে, ছবিতে প্রকৃত সত্য বিকৃত করা হয়েছে। সেই বিতর্কের মাঝেই প্রকাশ্যে এল ছবির টিজার। এই ছবিতে প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কুমারকে। যিনি রামসেতু বাঁচাতে মরিয়া। ‘রাম সেতু’র টিজারে কালো স্যুটে বিশেষ ভূমিকায় দেখা গেল অভিনেতা নাসারকে। টিজারের ঝলকে ধরা দিলেন নুসরত বারুচা, জ্যাকলিন ফার্নান্ডেজ, সত্যদেব কাঞ্চরনাকে।
টিজারে দৃশ্যমান সমুদ্র এবং সমুদ্রের তীরবর্তী প্রাকৃতিক দৃশ্য, জলের তলায় নেমে অক্ষয়ের কাজকর্ম এবং তাঁর লুক নজর কেড়েছে। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে ‘রাম রাম’ গান। ‘রাম সেতু’র শ্যুটিং হয়েছে মূলত দমন, দিউ উটি এবং মুম্বই সংলগ্ন বেশকিছু জায়গায়। রাম সেতু’ হল তামিলনাড়ু দক্ষিণ-পূর্ণ উপকূলে অবস্থিত পামবন দ্বীপ। যেটা রামেশ্বরম দ্বীপ নামেও পরিচিত। রামায়ণ অনুসারে লঙ্কা থেকে সীতাকে উদ্ধারের জন্য রামের এই যাত্রাপথ বানিয়েছিল বানর সেনা। ছবিটির পরিচালনা করেছেন অভিষেক শর্মা, অভিষেকের প্রযেজনা সংস্থা কেপ আমাজন প্রাইম ভিডিয়ো, অ্যাবুন্ড্যান্টিয়া এন্টারটেইনমেন্ট এবং লাইকা প্রোডাকশনের সঙ্গে মিলিতভাবে এই ছবিটির প্রযোজনা করেছেন।
এদিকে এই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। ছবিতে প্রকৃত সত্য বিকৃত করার অভিযোগ উঠেছে ‘রাম সেতু’ টিমের বিরুদ্ধে। অক্ষয় এবং ‘রাম সেতু’ টিমকে আইনি চিঠিও পাঠিয়েছেন বিজেপি নেতা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সম্ভবত ২৫ শে অক্টোবর মুক্তি পেতে চলেছে অক্ষয়কুমার অভিনীত ‘রাম সেতু’ ।