
পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকান্ড
আবারও পার্কস্ট্রিটে আগুন লাগার ঘটনা। আজ পার্কস্ট্রিটের এপিজে হাউসের পাঁচ তলায় আগুন লাগে। ইতিমধ্যে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কার্যত লকডাউন ও বিধিনিষেধ থাকায় সব অফিস বন্ধ থাকার কারণে ভিতরে কেউ নেই বলেই মনে করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে আনার জন্য একের পর এক কাঁচ ভেঙে ধোঁয়া বার করার চেষ্টা করেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে ল্যাডার নিয়ে আসারও পরিকল্পনা করা হয় , ল্যাডার লাগানোর অসুবিধার কারণে সিঁড়ির ভিতর দিয়ে পাইপ দিয়ে জল দেওয়ার ব্যবস্থা করেন তারা।
সূত্রের খবর, হঠাত্ই দুপুরে ওই বিল্ডিং-এর পাঁচ তলা থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। বিল্ডিং-এর নিরাপত্তা রক্ষী রা প্রথমে জানতে পারে , সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পার্কস্ট্রিট থানায় একইসঙ্গে খবর দেওয়া হয় দমকলেও। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার পাশাপাশি বিল্ডিং-এর গ্রাউন্ড ফ্লোরে যে গাড়িগুলি রয়েছে সব গাড়িকে রাস্তায় বার করে দেওয়া হয়। ভিতরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখেন দমকল ও পুলিশ কর্মীরা।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। ঘটনাস্থলে পৌঁছান পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী সুজিত বসু। ‘আগুন প্রায় নিয়ন্ত্রণে’ বলে জানান ফিরহাদ হাকিম। তিনি আরও জানান, ‘সুজিত বসু নিজে রয়েছেন। অফিস বন্ধ থাকার জন্য কারও কোনো ক্ষতি হয়নি।’