
জেল থেকে রেহাই পেলেন নারদ কান্ডের অভিযুক্তরা
কিছু দিন আগেই নারদ কান্ডের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই গ্ৰেফতার করে মন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরও তিন জন তৃণমূলমুল কংগ্রেসের নেতা মন্ত্রীদের। তাদের এই গ্ৰেফতারি ঘিরেই এখন রাজ্য রাজনীতি উত্তপ্ত। গ্রেফতার হওয়ার পর নেতারা জানিয়েছিলেন, কোনো নোটিশ ছাড়াই সিবিআই গ্ৰেফতার করেছেন তাঁদেরকে । সিবিআইয়ের অফিসারদের এই গ্ৰেফতারির জন্য তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল।
গ্রেফতারির পর চার নেতার অন্তর্বর্তী জামিন নিয়ে তৈরি হয়ে জটিলতা। আজ শুক্রবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। এই শুনানি অনুযায়ী আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন চার নেতা।
কিন্তু এই অন্তর্বর্তী জামিন নিয়ে দুই বিচারপতির মধ্যে মতভেদ তৈরি হওয়ায় জামিন মঞ্জুর করলেও এই সিদ্ধান্তের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাই জেল থেকে ছাড়া পেলেও গৃহবন্দিই থাকতে হবে চার হেভিওয়েটকে। যেহেতু দুই বিচারপতির সহমত হননি সেই কারণেই পরবর্তী বেঞ্চ তৈরি করতে হবে। সেই পরবর্তী বেঞ্চেই এই মামলা পাঠানো হবে। ততদিন গৃহবন্দি অবস্থায় থাকতে হবে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে। তবে গৃহবন্দি থাকাকালীন তাদের চিকিৎসার যাবতীয় সাহায্য করা হবে ভলে জানানো হয়েছে।