
ঘোষণা হল অস্কারের ১০ টি বিভাগের শর্টলিস্টের তালিকা
ভারতের বেশ কয়েকটি নমিনেশন অস্কারের শেষ দৌড়ে জায়গা করে নিয়েছে। তার মধ্যে রয়েছে ভারতের ছেল্লো শো ও আরআরআর। এখানেই শেষ নয়, রয়েছে বাঙালি পরিচালকেরও ছবি। শর্টলিস্টে বেস্ট ডকুমেন্টারি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে আরও একটি ভারতীয় সিনেমা ‘অল দ্যাট ব্রিদস’। এছাড়াও রয়েছে আরও একটি ডকুমেন্টারি ‘দ্য এলিফেন্ট হুইসপারার’। অন্যদিকে সারা বিশ্ব জুড়ে তুমুল ব্যবসা করেছে এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। এই ছবির গান ‘নাটু নাটু’ জায়গা পেয়েছে বেস্ট অরিজিনাল সং ক্যাটেগরিতে। সম্প্রতি অ্যাকাডেমির তরফ থেকে ঘোষণা করা হয় ১০ টি বিভাগের এই শর্টলিস্টের তালিকা। ২০২৩ সালের অস্কার পুরস্কারের আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগে ভারত থেকে মনোনীত হয়েছে পরিচালক পাল নলিনের ‘ছেল্লো শো’ বা দ্য লাস্ট শো। এই বিভাগে আরও ১৪ টি ছবির সঙ্গে লড়াই করতে হবে এই ছবিকে। আর্জেন্টিনা, ক্লোজ, দ্য ব্লু কাফতান, ডিসিশন টু লিভ-র ছবির সঙ্গে লড়বে দ্য লাস্ট শো।
আগামী বছর ২৪ জানুয়ারি ডলবি থিয়েটারে বসতে চলেছে অস্কারের আসর। এই পুরষ্কারের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। এবছর ভারতের তরফ থেকে আশার আলো নিয়ে তিনটি বিভাগে শর্টলিস্টে জায়গা করেছে ভারতীয় ছবি।