
আদৌ টিকিট কিনেছিলেন কিনা অনুব্রত, সেই খোঁজে সিবিআই
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল! চলতি বছরে এই খবরকে কেন্দ্র করেই শোরগোল পড়েছিল গোটা বাংলায়। এবার গরু পাচার মামলার তদন্তে নেমে সেই লটারিতে কোটি টাকা প্রাপ্তিও ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের। শুক্রবার সকালে বোলপুরের একটি লটারির দোকানে হানা দিলেন তদন্তকারীরা।
চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। লটারিতে ১ কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল জানা গিয়েছে। এবিষয়ে অনুব্রত মুখ খুলতে চাননি। একদিন গাড়ি চালক-নিরাপত্তারক্ষীর কাছে অনুব্রত জানতে পারেন, তাঁরা সকলেই কমবেশি লটারির টিকিট কেনেন। অনুব্রত মজার ছলে বলেছিলেন, তাঁর জন্য টিকিট কিনতে। কোটি টাকা প্রাপ্তিই এখন সিবিআইদের ভাবাচ্ছে।
গত বুধবার বোলপুরের একটি লটারির দোকানের মালিক বাপি গঙ্গোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। শুক্রবার সকালে বোলপুরের অন্য একটি লটারির দোকানে হাজির হন সিবিআই আধিকারিকরা এমনটাই জানা গিয়েছে। তদন্তকারীদের সব প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার লটারি বিক্রেতার সঙ্গে কথা বলছে তদন্তকারীরা। আদৌ টিকিট কিনেছিলেন কিনা, সেই খোঁজে সিবিআই।