শুভেন্দু অধিকারীর ভাই ও বাবাকে ওয়াই প্লাস নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার

Read Time:1 Minute

নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরই এরাজ্যে আবার শুরু অশান্তি। শাসক দল ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষের ফলে এই অশান্তি সৃষ্টি হয়েছে। কিন্তু বিরোধী দল অর্থাৎ বিজেপির কর্মীদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই অশান্তির জন্য। বহু বিজেপির কর্মী তো প্রাণের বাড়ি ফিরতে পারেননি। এরাজ্য থেকে পালিয়ে তাঁরা অসমে লুকিয়ে আছেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে ১৬ জন বিজেপি কর্মীকে প্রাণ হারিয়েছে এই হিংসার ফলে।

তাই এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা ও ভাইকে বিশেষ ধরনের নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গেছে, শিশির ও দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিরাপত্তা দেবে সিআরপিএফ। দু’জনের সঙ্গে ২ জন কম্যান্ডো-সহ ১১ জন নিরাপত্তারক্ষী থাকতে পারেন। আসলে, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃণমূল আর অধিকারী পরিবারের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে। তাছাড়াও বিধানসভা নির্বাচনের পর থেকে ‘শান্তিকুঞ্জ’-এ নিরাপত্তা ব্যবস্থায় খামতি রয়েছে বলে মনে করেছে কেন্দ্র। বিশেষ করে সেই কারণেই কেন্দ্র তাদের জন্য এই ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *