
ফের কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী, ২৭ মে দিল্লি যাচ্ছেন তিনি
24Hrs Tv ওয়েব ডেস্ক : নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঠিক এই কারনে মঙ্গলবার নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকটি আলোচিত হয়েছিল নীতি আয়োগের ওপর ভিত্তি করে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেখানে জোটের রাস্তা তৈরি করতেই এই বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও আরও জানা যাচ্ছে যে, রবিবার কেজরিওয়ালের বাড়িতে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, জেডিইউ নেতা মনোজ ঝা, লালন সিং এবং সঞ্জয় ঝা। কেন্দ্রের নয়াদিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স জারির বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেন নীতীশ কুমার।
মঙ্গলবার কলকাতায় আসবেন নয়াদিল্লির মুখ্যমন্ত্রী। দুপুরে নবান্নে বৈঠক করবেন মমতার সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল। সেদিনই বৈঠক সেরে তিনি দিল্লি ফিরে যাবেন বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশকে অপমান করা হচ্ছে। এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে সব বিরোধী দলকে একজোট হতে বলছি।’ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়েও তুলে ধরা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৭ তারিখ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তিনি। এরই পাশাপাশি কেন্দ্রের বঞ্চনা নিয়ে ধিক্কার জানিয়ে বলেন, ‘ওরা তো একটা পয়সাও দেয় না।’
অতীতে একাধিক বার নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মমতা। কিন্তু এইবার ভুল করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই এইবার আগে থেকে ঘোষণা করলেন সময়। নিজেই নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে জিএসটি-র বকেয়া মেটানো-সহ রাজ্যের হয়ে একাধিক দাবি পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
Related
More Stories
‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির সূচনা বৃহস্পতিবার
সৌরভ দত্ত: 24Hrs Tv ওয়েব ডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে এবার 'সরাসরি মুখ্যমন্ত্রী'। আগামী বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এই কর্মসূচির সূচনা...
অভিষেক জায়া রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে ইডির বিশেষ দল
সৌরভ দত্ত,কলকাতা: 24Hrs Tv ওয়েব ডেস্ক : প্রশ্নমালা তৈরি, গরুপাচার মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজ সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। অভিষেক...
পুরমন্ত্রী ফিরহাদের দফতরে সিবিআই হানা, তল্লাশি একাধিক পুরসভায়
24Hrs Tv ওয়েব ডেস্ক : বুধবার সকাল থেকেই উত্তেজনা। নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে মুহুর্মুহু বেরোচ্ছেন আধিকারিকরা। এক-একটি দলের গন্তব্য...
রাজ্যের প্রথম পছন্দেই সিলমোহর রাজ্যপালের, রাজীব সিংহ নতুন নির্বাচন কমিশনার
24Hrs Tv ওয়েব ডেস্ক : অবশেষে নতুন কমিশনার পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিংহ হচ্ছেন নতুন নির্বাচন...
মায়ার নৃত্যে মুখরিত ওড়িশি নৃত্যের রঙিন সন্ধ্যা
24Hrs Tv ওয়েব ডেস্ক : গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হল নৃত্যাঙ্গনা-র আঠাশতম বার্ষিক অনুষ্ঠান। ওড়িশি নৃত্যের রঙিন সন্ধ্যায় "কৃষ্ণ সমারোহ" উপস্থাপন...
‘ইডি দোষ কবুল করে নেওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছে’ দাবী কালীঘাটের কাকু
24Hrs Tv ওয়েব ডেস্ক : শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যে ‘কালীঘাটের কাকু’ চরিত্র প্রথম সামনে এনেছিলেন গোপাল দলপতি। কিন্তু কে কালীঘাটের...
Average Rating