
‘আর্থিক অবরোধ চলবে’ বিশ্ববিদ্যালয়গুলিকে সাফ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
24Hrs Tv ওয়েব ডেস্ক : মঙ্গলবার স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বার্তা দিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে ‘আর্থিক অবরোধ’ চলবে বলে ঘোষণা করে দিলেন। উপাচার্যের নামোল্লেখ না করেই মমতা জানান, কোনও বিশ্ববিদ্যালয় নির্দেশ মেনে চললে আর্থিক অবরোধ তৈরি করবে সরকার। রাজ্যের শিক্ষাব্যবস্থার স্বার্থে তিনি রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ”শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করিয়ে দেওয়ার চক্রান্ত করছেন রাজ্যপাল। আমরা এই চক্রান্ত মানব না। উনি কী ভাবছেন? মুখ্যমন্ত্রীর থেকেও বড়? সে উনি বড় হতেই পারেন।” এর পরেই অর্থনৈতিক অবরোধ প্রসঙ্গ আনেন। মমতা বলেন, ”আমি বলে দিচ্ছি, এই যদি চলতে থাকে তা হলে অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখি কে চালায়।” সেই সঙ্গে স্মরণ করিয়ে দেন যে, রাজ্যপাল পদাধিকার বলে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেও অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার।
শিক্ষাব্য়বস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরও বলেন যে রাজ্য়পাল যেটা করছেন সেটা ঠিক নয়। তিনি বলেন, ”মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয়ে গেল। কেরলের এক জন আইপিএসকে উপাচার্য করা হয়েছে। রবীন্দ্রভারতীতে একজন বিচারপতিকে উপচার্য করে দিয়েছে। এই চক্রান্ত আমরা মানব না।”