” গণতন্ত্রের জন্য অন্ধকার, অশুভ দিন” দিল্লি কান্ড নিয়ে ক্ষোভের আগুনে মুখ্যমন্ত্রী

Read Time:3 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : জব কার্ড হোল্ডারদের নিয়ে টাকা ফেরত পাওয়ার দাবিতে ২ অক্টোবর দিল্লি রওনা দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার যন্তর মন্তরের কর্মসূচি শেষে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক-সহ তৃণমূলের একটি প্রতিনিধি দলের। সেই অনুযায়ী সন্ধ্যা ৬টা ১০ মিনিটে পায়ে হেঁটে দিল্লির কৃষিভবনে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু অভিযোগ ওঠে দেখা না করেইপালিয়ে যান তিনি। কৃষিভবনেই অবস্থান শুরু করে তৃণমূলের প্রতিনিধি দল। রাত্রি ৯টা নাগাদ কৃষিভবনে অবস্থানরত তৃণমূলের প্রতিনিধি দলকে জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে দিল্লি পুলিশ। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিষেক-সহ দলের শীর্ষ নেতৃত্বকে আটক করেছে দিল্লি পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তাঁদের মোবাইল ফোনও।

থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিকে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, ‘ কৃষিভবনে ঢোকার পর কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন তিনি ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন না। বার বার অনুরোধ করা সত্ত্বেও তিনি সেই অনুরোধ রাখেননি। আমরা সন্তানহারাদের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করলেও তিনি রাজি হননি। দিল্লিতে মানুষের দাবি আদায়ের টাকা চাইতে গিয়ে এমনভাবে হেনস্থার শিকার হতে হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের । এর পরেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ। তাঁদের টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজ়ন ভ্যানে। নিয়ে যাওয়া হয় উত্তর দিল্লির মুখার্জীনগর থানায়। সেখানে প্রায় দু’ঘণ্টা আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়।

এই গোটা ঘটনার নিন্দা করে সমাজমাধ্যম পোস্ট করেছেন মমতা। তিনি লিখেছেন, ”আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার, অশুভ দিন। বাংলার জনগণের প্রতি বিজেপির ঘৃণা, দরিদ্রদের অধিকারের প্রতি তাদের অবজ্ঞা প্রকাশ পেয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও লিখেছেন, ”প্রথমত, তারা বাংলার দরিদ্রদের জন্য বরাদ্দ গুরুত্বপূর্ণ তহবিল আটকে রেখেছে। আমাদের প্রতিনিধি দল যখন দিল্লিতে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতে এবং জনগণের দুর্দশার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তখন তাদের সঙ্গে নির্মম ব্যবহার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *