সভামঞ্চে বক্তব্য থামিয়ে মঞ্চেই অপেক্ষা মুখ্যমন্ত্রীর!

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : হিঙ্গলগঞ্জে শীতবস্ত্র দেওয়ার কথা ছিল। কিন্তু হাজির হয়নি শীতবস্ত্র । মুখ্যমন্ত্রীর নিজে পাঠিয়েছিলেন ৫ হাজার চাদর, ৫ হাজার সোয়েটার ও ৫ হাজার কম্বল । এই শীতবস্ত্র সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানস্থলে এসেনি । মুখ্যমন্ত্রীর ক্ষোভ সামলাতে সরকারি আধিকারিকরা প্রবল চেষ্টা চালালেও কোনও কাজ হয়নি। তিনি সভামঞ্চে বেশ কিছুক্ষণ চুপ করে বসে ছিলেন । তিনি বক্তব্য রাখার সময়ই ক্ষোভ প্রকাশ করেন । তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসেছিলাম তো শীতবস্ত্র দিতে। মানুষের জন্য জিনিসপত্র তাঁদের কাছে ঠিকমতো না পৌঁছলে খুব গায়ে জ্বালা ধরে। ‘

তিনি সরকারি আধিকারিকদের উদ্দেশেও সভামঞ্চ থেকেই কড়া বার্তা দিয়েছেন । সূত্রের খবর , মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন ‘ সরকার কোনও ভুল করলে গালাগালি খাই আমি। আর পুলিশ কোনও ভুল করলে দোষ হয় আমাদের।’ মুখ্যমন্ত্রী জেলাশাসককে মঞ্চ থেকেই ভর্ত্‍‍সনা করেছেন। একই সঙ্গে তিনি বলেন , ‘যদি বিডিওরা কাজ না করে, আমাকে কড়া পদক্ষেপ করতে হবে’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে শীতবস্ত্র প্রদানের কথা জানিয়ে সেগুলো না পেয়ে মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করে দিলেন ।

সূত্রের খবর , তিনি যখন জানতে পারেন বিডিও অফিসে শীতবস্ত্র আছে তখন সেটা দ্রুত নিয়ে আসার নির্দেশ দিলেন। মুখ্যমন্ত্রী সভামঞ্চে সভা থামিয়ে দেন । এবং সভামঞ্চে বসেই তলব করেন বিডিও-কে । তিনি উপস্থিত জনগণের উদ্দেশে বললেন, ‘আমি এখানে আসব বলে শীতবস্ত্র কিনেছি, কিন্তু এসে ভোঁ ভাঁ দেখছি । এছাড়া তিনি উপস্থিত জনগণের বলেন যতক্ষণ না শীতবস্ত্র আসছে, আমিও বসলাম আপনারাও বসুন।’ এই কথা বলেই তিনি বক্তব্য থামিয়ে মঞ্চেই চুপ করে বসে অপেক্ষা করেন । অবশেষে অপেক্ষার অবসান হয় । সূত্রের খবর, প্রায় পনেরো মিনিট অপেক্ষার পর শীতবস্ত্র এসে পৌঁছায় সভামঞ্চে । এরপর মুখ্যমন্ত্রী
সভামঞ্চে আবার অনুষ্ঠান শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *