সাগরদিঘির সভা মঞ্চ থেকে অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ মুর্শিদাবাদে ঝটিকা সফরে গেলেন মুখ্যমন্ত্রী । সাগরদিঘিতে বেলা সাড়ে ১২টা নাগাদ প্রশাসনিক সভা মঞ্চে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। মুর্শিদাবাদ জেলার উন্নয়নে একাধিক প্রকল্পের কথা বললেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়া ছাড়াও বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের ঘোষণা করেন । সম্প্রতি কালে বারবার মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতারা কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা অভিযোগ তুলেছেন। সোমবারও তার অন্যথা হল না। শুরুতেই প্রসঙ্গ টানলেন ১০০ দিনের কাজের টাকার প্রসঙ্গ।

উল্লেখ্য , মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন , ‘কেন্দ্র কাজ করিয়ে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না । বিরোধীদের ভাতে মারার ষড়যন্ত্র হচ্ছে । ‘ তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলি টাকা পাচ্ছে । কিন্তু বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী । তিনি হুঙ্কার দিয়ে বলেন , ‘এটা বিজেপির নিজস্ব জমিদারি মনে করলে ভুল হবে … আজ ক্ষমতায় আছে বলে হিরো না থাকলেই বিগ জিরো’। তিনি নাম না করে আক্রমণ করেছে শুভেন্দুকে ।

উল্লেখ্য , তিনি বলেন , বারবার করে ভুল স্বীকার করলে মানুষও ক্ষমা করে দেবে…জয় হবেই , জয় হবেই , জয় হবেই। মুখ্যমন্ত্রী বললেন, ‘ এখন রাম-বাম-শ্যাম এক হয়ে গেছে’ এমনটা বলে গেরুয়া ও বাম শিবিরকে আক্রমণ করেন । এই সভায় তিনি বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের প্রসঙ্গ টানেন । তিনি বলেন বুধবার জাকির হোসেনের বাড়ি, দফতর, চালকলে আয়কর কর্তারা তল্লাশি অভিযান চালায়। কেন্দ্রীয় দফতরের তরফে দাবি, কোটি কোটি টাকা উদ্ধার করা হয় সেখান থেকে। বিধায়কের বাড়ি থেকে ১১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি। অফিস এবং বাড়ি মিলিয়ে মোট ১৫ কোটি টাকা উদ্ধার হয় বলে দাবি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘ জাকির হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। জাকিরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। বিজেপি নেতাদের বাড়িতে আগে সার্চ করান’ সাগরদিঘিতে সভা মঞ্চ থেকে একাধিক অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *