কেন্দ্রের সঙ্গে সংঘাত আরও তীব্র, নীতি আয়োগের বৈঠকেও যাচ্ছেন না মমতা

Read Time:2 Minute, 59 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের পর, এবার নীতি আয়োগের বৈঠকেও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ মে, হবে নতুন সংসদ ভবনের উদ্বোধন। সেই কর্মসূচিতে খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণই জানানো হয়নি। এই অভিযোগ তুলে, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানিয়েছে তৃণমূল-সহ ১৯টি দল। মঙ্গলবারই নবান্নে এসে, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয় দিল্লি গিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

সূত্রের দাবি, বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রতিবাদ জারি রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। যা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘তুমি বাংলায় বলছ টাকা দিচ্ছে না, অর্থনৈতিক অবরোধ করেছে, যেখানে বলার জায়গা, সেখানে গিয়ে কেন বলছ না? নীতি আয়োগ একটা ফোরাম, সেখানে গিয়ে বাংলার কথা কেন বলা হবে না? সেখানে অনশন-অবস্থান করুন। আমাকে দায়িত্ব দিন, আমি গিয়ে বাংলার কথা বলব।’এই অনুষ্ঠানের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে প্রতিবাদ জানিয়েছে একাধিক বিরোধী দল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন উদ্বোধন করবেন, সেই প্রশ্ন তুলেছে বিজেপি বিরোধী বেশকিছু পার্টি। মুখ্যমন্ত্রীর এই সিধান্তে তুঙ্গে উঠছে জল্পনা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *