
24Hrs Tv ওয়েব ডেস্ক : এবার কড়া সুর চড়ালেন অভিষেক। স্পষ্ট জানালেন এই হামলায় যদি কুড়মি সমাজ বিবৃতি না জানায়, জবাবাদিহি না করলে ধরে নেওয়া হবে যে এগুলো তাঁদের কাণ্ডকারখানা। এরপরই মুখ খোলেন কুড়মিরা। যদিও অভিষেক দাবী করেছেন যে, বিক্ষোভে তিনি ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেছেন! পাশাপাশি, সময়সীমাও বেঁধে দিয়েছেন কুড়মিদের। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হামলার পিছনে তাঁরা সত্যিই রয়েছেন কি না, ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক তা স্পষ্ট করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন কুড়মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাতো। তিনি জানান, এই অবরোধ আদিবাসী কুড়মি সমাজ সংগঠনের ছিল না। তারা সাংবিধানিক আন্দোলনে বিশ্বাসী, উগ্র আন্দোলনে নয়। তাঁর দাবি, কুড়মি আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত করা হতে পারে। এই সঠিক তদন্ত হওয়া দরকার।
গজাশিমুলে নবজোয়ারের অধিবেশনে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, ‘‘আপনারা কেউ উত্তেজিত হবেন না। যারা করেছে, তাদের সবাইকে চিহ্নিত করেছি। প্রশাসনও চিহ্নিত করে ব্যবস্থা নেবে। ভদ্রতার খাতিরে গাড়ি থেকে নেমে হেঁটেছি। খেলা তুমি শুরু করেছো, আমি শেষ করব।’’ অভিষেকের প্রশ্ন, ”কুড়মিরা তো তফসিলি জনজাতির স্বীকৃতির জন্য লড়ছেন। তার পরেও তাঁরা কী করে জনজাতি মহিলার উপর হামলা চালালেন? এ সব হতাশা থেকে করা হচ্ছে।” তিনি আরও জানিয়েছেন যে, এই হামলার সঙ্গে সঙ্গে কারা যুক্ত তাঁদের শনাক্তও করেছেন অভিষেক। এই বিষয়ে প্রশাসন কে সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।