সৌরভ গঙ্গোপাধ্যায়-এর উদ্যোগে শুরু হলো করোনা ভ্যাকসিন কর্মসূচি

Read Time:2 Minute

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবার উদ্যোগী হলেন কলকাতার দুঃস্থ মানুষদের করোনা ভ্যাকসিন টিকাকরণ কর্মসূচিতে। এই নিয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে তাঁর। ঠিক হয়েছে আগামী ১৩ জুন, রবিবার দেড়শো মানুষকে করোনার টিকা দেওয়া হবে।

প্রাথমিকভাবে বেহালা অঞ্চলের দেড়শো দুঃস্থ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাড়ির পাশেই সৌরভের অফিস। সেখানকার একটি ফ্লোর করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য বরাদ্দ করা হচ্ছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। বাংলাতেও বহু মানুষ সংক্রমিত। তাই ভিড় এড়িয়ে এবং সমস্তরকম করোনাবিধি মেনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে চান সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মার্চ-এপ্রিল মাস থেকেই এই উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন তিনি। অবশেষে সেটা বাস্তবায়িত হওয়ার মুখে। বুধবার সকালে তিনি দুবাই উড়ে গিয়েছেন। করোনার ধাক্কায় চতুর্দশ আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্টের বাকি ৩১টা ম্যাচ করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আয়োজন খতিয়ে দেখতেই দিন চারেকের জন্য মরুদেশে গিয়েছেন সৌরভ। রবিবার তাঁর কলকাতায় ফেরার কথা। তার পরের ১৩ জুন দেড়শোজনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *