অনুব্রতর আবেদনে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

Read Time:3 Minute

24 Hrs Tv ওয়েব ডেস্ক : দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির হওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আইনজীবী মারফত দিল্লি হাই কোর্টে স্থগিতাদেশের আবেদন জানিয়েছিলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু এই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট । শুক্রবারই তলব করলো ইডি। আজকেই রাজধানিতে নিয়ে যাবে অনুব্রত মণ্ডলকে । তাঁর আইনজীবী রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাইলেও শুক্রবার তা মঞ্জুর করেননি বিচারপতি দীনেশকুমার শর্মা ।এর পরেই মামলাটি কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন অনুব্রতের আইনজীবী। তিনি জানান যে এই মামলায় আইনজীবী কপিল সিব্বল সওয়াল করবেন। তাই তিনি না আসা পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত রাখা হোক। এই আবেদনকে অবশ্য মান্যতা দিয়েছে আদালত। আবার এই মামলাটি বিকেল নাগাদ অর্থাৎ, আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।

যখন দুপুর বারোটা নাগাদ মামলার শুনানি ওঠে তখন সেখানে উপস্থিত ছিলেন না অনুব্রতের আইনজিবি। সিব্বলের তরফে অন্য এক আইনজীবী জানান যে, রাউস অ্যাভিনিউ কোর্টের আগের নির্দেশ মতো তৃণমূল নেতাকে শুক্রবারই দিল্লি নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ইডি। অথচ গত বছর ডিসেম্বরে শুনানির সময় মৌখিক ভাবে বলা হয়েছিল, হাই কোর্টে মামলার বিচার চলাকালীন দিল্লি নিয়ে আসা হবে না। বিচারপতি শর্মা বলেন, ‘‘এখনই এ নিয়ে কোনও নির্দেশ দেবে না আদালত। বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। পরে অনুব্রতের আইনজীবী সিব্বল উপস্থিত না থাকায় এই মামলার শুনানি ওই সময়ের জন্য স্থগিত করে দেয় দিল্লি হাই কোর্ট। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মন্তব্যও করেছেন যে ‘ সামনে ইলেকশন তাই অনুব্রতকে সরাতে চাইছে ,তাই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে’ ।যদিও বিজেপি নেতা রুদ্রনিল ঘোষ জানিয়েছেন যে ‘অনুব্রত মণ্ডল যে দুর্নীতি করেছে তাঁর সাজা সে পাবেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *