
24Hrs Tv ওয়েব ডেস্ক : বলা হয় তিনি ‘জাতীয় ক্রাশ’। দক্ষিণী ছবির অন্যতম সফল জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। পা রাখতে চলেছেন বলিউডেও। একের পর এক দু-দুটো ছবি নিয়ে বলিউডে আত্মপ্রকাশ করছেন রশ্মিকা। সম্প্রতিতে একদিকে বলিউড ও অন্যদিকে দক্ষিণী ছবির কাজ একসঙ্গে সামলাচ্ছেন রশ্মিকা। ভক্তদের তাঁরা মাথায় করে রাখেন। ভক্তদের অনুরোধ মেটাতে যে কোনও পরিস্থিতিতেই তাঁরা নাকি বদ্ধ পরিকর। যার প্রমাণ মিলেছে একাধিকবার। বারে বারে প্রকাশ্যে ভক্তদের পক্ষে দাঁড়াতে দেখা গিয়েছে দক্ষিণী তারকাদের। এবার সেই তালিকাতে নাম লেখালেন রশ্মিকা মন্দানা। রশ্মিকাকে নিয়ে কম বিতর্কের ঝড় জায়গা করে নেয়নি সোশ্যাল মিডিয়ায়। যদিও রশ্মিকা তা এড়িয়ে গিয়েই বলিউড থেকে টলিউড কাঁপাচ্ছেন। দক্ষিণী দুনিয়ায় তাঁর দাপট নজরে এসেছিল পুষ্পা ছবির পর থেকেই। একের পর এক ছবি করে রশ্মিকা এখন সকলের নজরের কেন্দ্রে। আর সেই প্রিয় তারকাকে হাতের নাগালে পেলে কে না চায় একটু কাছ থেকে দেখতে একটা সেলফি তুলতে? যা নিয়ে শোরগোল এবার সামাজিক মাধ্যমে। অনেকের ঘুম কেড়ে নেন রশ্মিকা মন্দানা। তিনি হলেন ড্রিম গার্ল।
রশ্মিকা মান্দান্না আপাতত মুম্বইয়ে সারছেন একের পর এক কাজ। সেই সঙ্গে পাইপলাইনে দু-দুটো হিন্দি ছবি। রণবীর কপূরের বিপরীতে তাঁকে দেখা যাবে ‘অ্যানিম্যাল’ ছবিতে। সেই সঙ্গে রয়েছে ‘গুডবাই’। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করবেন অভিনেত্রী। চলছে ডাবিং পর্ব। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘এখন প্রচণ্ড ব্যস্ত শিডিউলে চলছিলেন রশ্মিকা। আগামী ছবির শ্যুটিং নিয়ে প্যাকড তিনি। এখন তিনি রয়েছেন মুম্বইয়ে। প্রচুর ভিড় জমে যার ফলে রশ্মিকার বডিগার্ড সিকিউরিটি সকলেই তৎপর হয়ে সকলকে পেছনে ঠেলতে শুরু করে দেয়। এই পরিস্থিতির মাঝে রেশ্মিকা নজর করেন এক মহিলা ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য দূর থেকে ফোনটা বাড়িয়ে ভিড় ঠেলে তার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। সিকিউরিটিদের থামিয়ে রশ্মিকা দ্রুত মেয়েটিকে কাছে ডেকে নেন। তোলেন সেলফি, যা দেখে রীতিমতো মুগ্ধ নেটপাড়া। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ভিডিয়ো। যা দেখা মাত্রই ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। সকলেই একবাক্যে প্রশংসা করেন রশ্মিকার। ব্যাক্তিগত জিবনে বেজায় হাসিখুশি রোম্যানটিক মানুষ। সবার সাথে মেশেন তিনি।