ফুলঝুরির জীবনে ‘অন্য’ পুরুষের প্রবেশ !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : অভিনেত্রী মানালি দে ‘ধুলোকণা’ সিরিয়ালে ফুলঝুরি এবং অভিনেতা ইন্দ্রাশিস রায়কে লালন রূপে দেখা যায় । সেখানে ফুলঝুরিকে খুব কষ্ট দিয়েছে লালন । অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল অর্থাৎ তিতিরের সঙ্গে প্রেম-ভালবাসায় জড়িয়ে পড়ায় লালন ফুলঝুরিকে ত্যাগ করেছে । ফুলঝুরিরকে লালন এই ভাবে অগ্রাহ্য করায় ফুলঝুরির সমস্ত স্বপ্ন ভেঙে যায় । সে বিরোহী হয়ে একাই জীবনে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে ঠিক করে গানকে কেন্দ্র করে এগিয়ে যাবে । তার লক্ষ্যে হবে একমাত্র গান । তিনি গানের মাধ্যমেই গানের জগতেই প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন ।

তার এই একাকীত্ব জীবনে একজনের প্রবেশ ঘটতে চলেছে। যে তার দুঃখ দুর্দশা দূর করে খানিক প্রেমের পরশ ছোঁয়াবে। খুব গভীর প্রেম হারিয়ে গেলে ‘রিবুট’ হিসেবে অন্যজনের প্রবেশ ঘটে। সেই মানুষটি পুরনো প্রেম-ভালবাসার গ্লানি মিটিয়ে দেয় । ঠিক সেইভাবে ফুলঝুরির জীবনেও ফিরে আসবে সেই মানুষটি। সেই মানুষটি হল অভিনেতা তথাগত মুখোপাধ্য়ায় । যাকে আমরা ‘ধুলোকণা’ সিরিয়ালে দেখতে পাবো অঙ্কুর রূপে ।

এর আগেও তথাগত ‘ধুলোকণা’-এ অভিনয় করেছিলেন । সেটি জুলাই-অগস্ট মাসের ঘটনা । একটি গানের অনুষ্ঠানে ফুলঝুরিকে দেখে তাকে ভালবেসে ফেলেছিল, এমনকি অঙ্কুর তাকে বিয়ে করতেও চেয়েছিল । ফুলঝুরির বাড়ি থেকে সকলের অঙ্কুরকে পছন্দ হয়েছিল। সবকিছু প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। কিন্তু অঙ্কুর বুঝতে পারে যে, লালন ফুলঝুরিকে ভালবাসে। অঙ্কুর নানারকম ফন্দি করে লালনের সঙ্গেই ফুলঝুরির বিয়ে দেয় । সূত্রের খবর, “লালন-ফুলঝুরিকে মিলিয়ে বিদেশে চলে গিয়েছিল অঙ্কুর। এবার ফুলঝুরি-লালনের ডিভোর্সের পর ফের গল্পে প্রবেশ হবে অঙ্কুরের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *