
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশনের পরীক্ষামূলকভাবে শুভ সূচনা
বিধানসভা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন প্রত্যেকের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ দুয়ারে রেশন প্রকল্প। সেই প্রকল্পটির বাস্তবায়ন হতে চলেছে বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠে। এদিন প্রায় পঁচিশ জন এলাকাবাসীকে নিয়ে পরীক্ষামূলক সূচনা করলেন বারাসাতের পৌর প্রশাসক সুনীল মুখার্জি।
বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পকে আমরা সাধুবাদ জানাই। তিনি নির্বাচনের আগে বলেছিলেন থেকে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়া হবে তাই আজ পঁচিশ জনকে নিয়ে পরীক্ষামূলক সেই প্রকল্পের প্রস্তুতি আমরা করছি। আজ এখানে মূলত চাল গম আটা আজ দেওয়া হবে পরিবারকে ।পাশাপাশি তিনি আরও বলেন যদি কোন রেশন ডিলারের বিরুদ্ধে কারো কোন অভিযোগ থাকে সে ক্ষেত্রেও আমরা সেই অভিযোগ খতিয়ে দেখব ।মূলত এই প্রকল্পকে সাধুবাদ জানিয়ে খুশি রেশন নিতে আসা এলাকার বাসিন্দা।