
প্রকাশ্যে ‘মীর-জাফর’ ছবির ফার্স্ট লুক
সম্প্রতি প্রকাশ্যে এল রাজনৈতিক থ্রিলার ‘মীর-জাফর’ -এর চরিত্রদের প্রথম লুক। ‘মীর-জাফর’-এ দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার, অনির্বাণ চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, সৌরভ দাস , জিয়াউল রোশন ও অন্যান্যদের। এই রাজনৈতিক থ্রিলারে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার কাহিনীর ছোঁয়া উঠবে।
রানা সরকার প্রযোজিত এই ছবির পরিচালনা করছেন অর্কদীপ মল্লিকা নাথ। এটি তাঁর প্রথম ছবি। এই ছবির ঘোষণা করে রানা জানিয়েছিলেন, এটা নতুন প্রজন্মের মূলধারার ছবি । এই ছবির পোস্টারে দেখা গিয়েছিল দুটি লাইন । সেখানে লেখা আছে, ‘আমাদের গল্প শুনে খোকা ঘুমায় না, খোকার পিলে চমকে যায় । ‘ আন্দাজ করা যাচ্ছে, এই ছবির গল্প হবে রহস্য রোমাঞ্চে মোড়া । এই ছবিতে বিশেষ নজর কেড়েছে প্রিয়ঙ্কা আর শ্রাবন্তীর লুক। এখনও এই ছবির শ্যুটিং শুরু হয়নি। শোনা যাচ্ছে, অধিকাংশ অংশের শ্যুটিং হবে মুর্শিদাবাদেই। তবে লুক প্রকাশ পেলেও এখনও পর্যন্ত ছবির মুক্তির দিন নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানা যায়নি।