
ফের একফ্রেমে বলিউডের ‘প্রাক্তন’ জুটি!
পায়েল মুখার্জী: 24Hrs Tv ওয়েব ডেস্ক: এক সময় তাঁদের অনস্ক্রিন ও অফস্ক্রিন কেমিস্ট্রিতে উত্তাল ছিল বলিউড। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে ভাঙন আসে। যার জেরে, তাঁদের পথ আলাদা হয়ে যায়। তারপর থেকে একে অপরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতেও দেখা যায়নি তাঁদের। ২০ বছর পর ফের একফ্রেমে ধরা দেবেন হিন্দি ছবির জনপ্রিয় এই জুটি। সে খবরে শোরগোল পড়েছে দর্শকমহলে।

প্রাক্তন নায়িকা এবং প্রাক্তন জুটি, অক্ষয় এবং রবিনা একসঙ্গে জনপ্রিয় গান ‘তু চীজ বাদি হ্যায় মস্ত মস্ত’ এবং ‘টিপ টিপ বর্ষা পানি’তে একসময় ঝড় তুলেছিলেন। নব্বইয়ের দশকে ‘ম্যায় খিলাড়ি তু আনারি’, মোহরা, খিলাড়িও কা খিলাড়ির পর ২০০৪ সালে পুলিশ ফোর্স: অ্যান ইনসাইড স্টোরি ছবিতে শেষ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। তারপর কেটে গিয়েছে ২০ বছর। অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন খিলাড়ি অক্ষয় কুমার। একটি সংবাদ সংস্থাকে অক্ষয় জানিয়েছেন, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামে একটি ছবি করছেন তিনি। খুব শীঘ্রই শুরু হবে তার শ্যুটিং। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেতা। তিনি আরও জানিয়েছেন যে ‘টিপ টিপ বর্ষার পানির’ মতোই একটি দারুন গান রয়েছে এই ছবিটিতে। তাঁর কথায়, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামে একটি ছবি করছি, যার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে। এই ছবির গানটা দারুণ একটা গান, এমনকী টিপ টিপ বর্ষার পানির মতোই। আমরা (অক্ষয় এবং রবিনা) একসঙ্গে অনেক হিট ছবি করেছি এবং আমি দীর্ঘদিন পর (ওয়েলকাম টু দ্য জঙ্গল) শুটিং শুরু করার জন্য মুখিয়ে আছি এবং আমরা একই পর্দায় একসঙ্গে কাজ করব।’

প্রসঙ্গত,রবিনা ও অক্ষয়ের প্রেম শুরু হয় ১৯৯৫ সালে এবং নব্বইয়ের দশকের শেষের দিকে বাগদান হয়েছিল তাঁদের। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায় সেই সময় শিল্পা শেট্টির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অক্কি। তবে সেই সম্পর্কও টেকেনি সুপারস্টারের। শেষ পর্যন্ত ২০০১ সালে টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয়।

সম্প্রতি অক্ষয়কে দেখা গিয়েছে ‘মিশন রানিগঞ্জ’-এ, যা বর্তমানে সিনেমাহলে চলছে। অন্যদিকে ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছাড়াও অক্ষয়ের টু-ডু লিস্টে বেশ কিছু ছবি রয়েছে। রোহিত শেট্টির পরবর্তী ছবিতে তিনি একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন। ‘সিংঘম এগেইন’ ছবিতে তিনি সূর্যবংশী চরিত্রে অভিনয় করছেন। জানা গিয়েছে, দীপিকা পাড়ুকোন, অজয় দেবগণ, করিনা কাপুর খানও থাকবেন সেই ছবিতে এবং রণবীর সিংকেও দেখা যাবে সিম্বা চরিত্রে। হিন্দি ছবির পাশাপাশি তামিল ড্রামা ‘সূরারই পট্রু’-র হিন্দি রিমেকও রয়েছে তাঁর হাতে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছবিটি হলে মুক্তি পাবে। এছাড়াও টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতেও দেখা যাবে তাঁকে। তাঁর হিট কমিক ফ্র্যাঞ্চাইজি ‘হাউজফুল’-এর পরবর্তী ছবিও আসছে। সম্প্রতি পাকিস্তানে ভারতের বিমান হামলা নিয়ে ছবি ‘স্কাই ফোর্স’এর কথা ঘোষণা করেছেন অক্ষয়, পরিচালক সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কপূর ।