সুপার নিউমেরারি মামলার তদন্তভার CBI-র হাতে দিল হাইকোর্ট

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ বুধবার সুপার নিউমেরারি মামলার ‘মূল চক্রীকে’ খুঁজতে সিবিআই -এর হাতে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর , শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান , “এই সুপার নিউমেরারি পোস্ট করার কোনও আইন নেই। আদালত এটা করেনি। আমার দায়িত্ব কারা এর পিছনে আছে খুঁজে বের করা। যেহেতু কোন নির্দেশ নেই, তাই এটা বেনামি আবেদন। চেয়ারম্যান এর বক্তব্য আদালতে গ্রহণযোগ্য নয়।”স্কুল সার্ভিস কমিশনের কর্তারা সুপার নিউমেরারি পোস্ট তৈরির আবেদনপত্র তুলতে সকালেই হাইকোর্টে গিয়েছিলেন । কিন্তু, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবেদনপত্র তোলায় একেবারে না করে দিয়েছিলেন । বেআইনি নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁর সাফ প্রশ্ন, কেন সুরক্ষা দিতে চাইছেন? যাঁরা বেআইনিভাবে নিয়োগপত্র পেয়েছেন তাঁদের কারা সুরক্ষা দিতে চাইছেন? কারা রয়েছেন কলকাঠির পিছনে ? তলব করা হয়েছিল সচিবকে। অবশেষে এবার সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘটনার তদন্তেরভার সিবিআইয়ের হাতে তুলে দিলেন ।

সূত্রের খবর, এদিন কমিশনের আইনজীবী সূতনু পাত্র জানান, যে ফাইল সকালে তলব করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা এসে গিয়েছে। তবে আবেদনের কোনও নির্দেশ নেই। এরপরই বিচারপতি সচিবের কাছে জানতে চান যে , কেউ কী নির্দেশ দিয়েছেন? সচিব জানান ,তাঁর জানা নেই। বিচারপতি তখন চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন কী হয়েছিল? তিনি জানান, আবেদনটি তোলার ক্ষেত্রে তাঁর নির্দেশ ছিল। তবে আবেদন করার ক্ষেত্রে তিনি জানান , “তাঁর নামে এটা যখন হয়েছে এই দায়িত্ব তাঁর। সূত্রের খবর, বিচারপতি বলেন, আপনাকে কোনও সমস্যায় ফেলতে চাইনা। আপনার উপর বুলেট বর্ষণও হবে না । এটাও বুঝেছি আপনি মুখ খুলবেন না।”একইসঙ্গে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি মণীষ জৈনকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে আসতে হবে । আর সেই সঙ্গে মুখোমুখি হতে হবে বেশ কিছু প্রশ্নের। কাদের জন্য তৈরি হয়েছে এই সুপার নিউমেরারি? যারা আইন মানেনা তাদের? কাদের জীবিকা বাচাঁনোর কথা বলছেন? সূত্রের খবর সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে এদিন রীতিমতো রাগান্বিত ভঙ্গিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ কথাগুলি এদিন বলেন । এছাড়াও বলেন, কোথা থেকে এই আবেদন তৈরি হয়েছিল। আজ থেকেই সিবিআই কাজ শুরু করবে । দুর্নীতির র‍্যাকেট খুঁজে বের করতে হবে। সাত দিনের মধ্যে সিবিআই রিপোর্ট দেবে। আগামীকাল কোনও মন্ত্রী, কোনও মুখপাত্র আসতে চাইলে আসবে। আদালতের দরজা সকলের জন্য খোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *